Alipurduar School Ragging: এবার স্কুলে ব়্যাগিং!

Alipurduar School Ragging: এবার স্কুলে ব়্যাগিং!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 21, 2023 | 6:16 PM

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাগিং এ ছাত্র মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সামনে এলো কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে রিগিং এর ঘটনা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রী দের অভিভাবক মহলে। একই সঙ্গে দুশ্চিন্তা গ্রাস করছে অভিভাবকদের।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাগিং এ ছাত্র মৃত্যুর রেশ কাটতে না কাটতেই সামনে এলো কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে রিগিং এর ঘটনা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রী দের অভিভাবক মহলে। একই সঙ্গে দুশ্চিন্তা গ্রাস করছে অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারবিশা জওহর নবোদয় বিদ্যালয়ে। জানা গিয়েছে গত ৮ই আগস্ট রাতে নবম শ্রেণীর এক ছাত্রকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র।যদিও পরে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় যুক্ত তিনজন ছাত্রকে সাসপেন্ড করেছে স্কুল কর্তিপক্ষ। জানা গিয়েছে একাদশ শ্রেণির একজন ছাত্রের মানিব্যাগ হারিয়ে যাওয়া এবং পুনরায় উদ্ধার হওয়া, সেই ঘটনার থেকে শুরু হয় নবম শ্রেণির এক ছাত্রের উপর নানাভাবে অত্যাচার। ঘটনার 12 দিন পর রাগিং ঠেকাতে রবিবার দুপুরে ছাত্র-ছাত্রীদের অভিভাবকের সঙ্গে বৈঠক করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে অভিভাবকের তরফে স্কুল এবং হোস্টেলের ছাত্রাবাসে সিসি ক্যামেরা লাগানোর দাবি রাখাহয়, এছাড়াও রেগিং নিয়ে সচেতনতা প্রচার, প্রতি মাসে ছাত্র ছাত্রির অভিভাবক মিটিং ইত্যাদি দাবি রাখেন আভিভাবকরা। এছাড়াও ৮ তারিখের রিগিং এর ঘটনা নিয়ে পর্যালোচনাও করা হয়।কিন্তু বৈঠক শেষে নির্যাতিত ছাত্রের অভিভাবক সহ সকলে অসন্তোষ প্রকাশ করেন। কারণ আগে থেকেই এই স্কুলে আন্টি রাগিং স্কোযাড থাকার পরেও কেন এমন ঘটনা ঘটল।