Purulia News: নির্বাচন কমিশনের সংবর্ধনা শতায়ু সংগ্রামীকে!

Purulia News: নির্বাচন কমিশনের সংবর্ধনা শতায়ু সংগ্রামীকে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 21, 2023 | 8:28 PM

১০০ বছর অতিক্রমকারী স্বাধীনতা সংগ্রামী হরিমতী বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশন থেকে সম্বর্ধনা জানান হল।

১০০ বছর অতিক্রমকারী স্বাধীনতা সংগ্রামী হরিমতী বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশন থেকে সম্বর্ধনা জানান হল। পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অধীন ধানাড়া গ্রামের বাসিন্দা হরিমতী বন্দ্যোপাধ্যায়। এখন বয়সে সেঞ্চুরি পার করেছেন তিনি। এগারো সন্তানের মা এখনো মনে করতে পারেন সেই অগ্নিযুগের কথা। বর্তমানে ছেলেদের একান্নবর্তী পরিবারে থাকেন তিনি।এই বয়সেও খালি চোখেই সব দেখতে পান। একেবারে কৈশোর থেকেই দেশের স্বাধীনতার আন্দোলনের সমর্থনকারী হয়ে ওঠেন তিনি। পরবর্তীকালে সক্রিয় ভাবে ইংরেজদের বিরোধিতা শুরু করেন। দেন দেশের জন্য শ্লোগান। এজন্য বার বার ব্রিটিশ পুলিশ তাকে ধরতে এলেও জঙ্গলে পালিয়ে গিয়ে আত্মগোপন করতে সক্ষম হন তিনি। একবার পুলিশের হাতে আটকও হয়েছিলেন। তবে দেশ স্বাধীনতার পর তার যোগদানের কথা সেভাবে উঠে আসেনি। রবিবার দুপুরে তার বাসভবনে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানান হল।তার হাতে ফুলের স্তবক ও মান পত্র তুলে দেন রঘুনাথপুর ২নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শুভদীপ বৈদ্য সহ অন্যান্যরা।জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী হরিমতী বন্দ্যোপাধ্যায়কে তার বাসভবনে গিয়ে মানপত্র প্রদান করা হয়।

Published on: Aug 21, 2023 08:25 PM