AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raima Sen News: মা হতে কোনও আপত্তি নেই, জানিয়ে দিলেন রাইমা

Raima Sen News: মা হতে কোনও আপত্তি নেই, জানিয়ে দিলেন রাইমা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 31, 2023 | 11:07 PM

Share

মা হতে আপত্তি নেই রাইমা সেনের। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি চরিত্রের ক্ষেত্রে কোনও রকমের শর্ত চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন। পর্দায় গ্ল্যামার নয়, ট্যালেন্টটাই আসল। তাই পর্দায় মায়ের ভূমিকায় অভিনয় করতে ‘না’ নেই মুনমুন কন্যার।

হাফ সেঞ্চুরিতে RARKPK
প্রথম তিন দিনেই বাজিমাত আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র। শুরুতে বক্স অফিসে তেমন আয় না হলেও, প্রথম তিন দিনে এই ছবি পৌঁছে গেল ৫০ কোটির দরজায়। ফলে ধীর গতিতে ছবির যাত্রা শুরু হলেও এখন তা আশা জাগাচ্ছে দর্শকমনে।

কিয়ারার জন্মদিন সেলিব্রেশন
বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। সেলিব্রেশন যে বিশেষ হবে সে বিষয় কোনও দ্বিমত নেই। তাই মধ্যে রাতেই কেক কাটলেন কিয়ারা আডবাণী, তিন থাকের কেক কাটার ছবি এখন নেটপাড়ায় ভাইরাল। যদিও দিনভর সেলিব্রেশনের তালিকায় ঠিক কী-কী থাকল, তা এখনই রহস্যি রয়ে গিয়েছে।

মুক্তি পেল ‘জওয়ান’-এর গান
মুক্তি পেল ‘জওয়ান’ ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’। যার নির্মাণে খরচ হয়েছে ৫ কোটি টাকা। গানে চেনা ছন্দেই ধরা দিলেন শাহরুখ খান। সঙ্গে দক্ষিণী স্টাইলের গান খুশিতে ভাসাল ভক্তদের।

বিস্ফোরক নোরা
বলিউডে পায়ের তলার মাটি শক্ত করার এ কোন কৌশল? নোরা ফাতেহির PR টিম তাঁকে উপদেশ দিয়েছিল, ভাল কাজ পেতে হলে কোনও বড় অভিনেতাকে ডেট করতে হবে। নোরার কথায়, বলিউডের অধিকাংশ সম্পর্কই তাহলে এই কারণেই তৈরি…! যদিও তিনি এই শর্তে রাজি ছিলেন না। নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন তিনি।

বাড়ছে সলমনের পারিশ্রমিক
দিন দিন বাড়ছে ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের চাহিদা। ফলে পারিশ্রমিকও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে সলমন খানের। একটা সময় ২.৫ কোটি টাকা এপিসোড-পিছু পেতেন ভাইজান। বর্তমানে যে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি টাকা।

বাজিমাত রোহিতের
সদ্য শুরু হয়েছে ‘খতরোঁ কে খিলাড়ি’ রিয়্যালিটি শো। ১৩তম সিজ়নের সবেমাত্র প্রথম এপিসোড সম্প্রচারিত হয়েছে। তারই মাঝে তা TRP-র তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। ফলে এখন রোহিত শেট্টির এই শো ঘিরে চর্চা তুঙ্গে।

রুক্মিনীর বার্তা
বিনোদিনীর পর এবার টলিউডের দ্রৌপদী রুক্মিনী মৈত্র। চরিত্রের খবর প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় করলেন এক গুরুগম্ভীর পোস্ট। লিখলেন, আজও সমাজ নারীর অধিকার এবং সাফল্যকে মেনে নিতে দ্বিধা বোধ করে…।

মা হতে রাজি রাইমা
মা হতে আপত্তি নেই রাইমা সেনের। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি চরিত্রের ক্ষেত্রে কোনও রকমের শর্ত চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন। পর্দায় গ্ল্যামার নয়, ট্যালেন্টটাই আসল। তাই পর্দায় মায়ের ভূমিকায় অভিনয় করতে ‘না’ নেই মুনমুন কন্যার।

ফিরছেন দয়াবেন
‘তারক মেহতা কা উল্টা চশমা’… দীর্ঘদিন ধরে চলছে এই জনপ্রিয় হিন্দি মেগা। তবে মাঝে এই ধারাবাহিকের TRP এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। একে-একে অনেকেই ছেড়েছেন এই ধারাবাহিকের কাজ। তবে দর্শক টানতে এবার মোটা টাকায় চ্যানেল ফেরালেন দয়াবেন অর্থাৎ দিশা ভাকানিকে। খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে খুশির হাওয়া।