Raj Chakraborty And Aditi Munshi: অসুর সম্প্রদায়ের গান শুনলেন রাজ-অদিতি
রাজ্যের তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া দফতরের স্ট্যান্ডিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার সার্কিট হাউসে। উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক অদিতি মুন্সী।এদিন সার্কিট হাউসের ওই বৈঠকে হাজির ছিলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা।
রাজ্যের তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া দফতরের স্ট্যান্ডিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার সার্কিট হাউসে।উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রাজ চক্রবর্তী, বিধায়ক অদিতি মুন্সী।এদিন সার্কিট হাউসের ওই বৈঠকে হাজির ছিলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা।এদিন জেলায় লোক প্রসার শিল্পীরা ভাতা ঠিক মত পান কীনা তার ও খোঁজ খবর নেন তাঁরা। এদিন আলিপুরদুয়ারে একটি স্টেডিয়াম,সুইমিং পুল সহ এলাকার খেলোয়াড় রা যাতে খেলার পূর্নাঙ্গ সুযোগ পায় সে ব্যাপারে কমিটির দৃষ্টি আকর্ষন করেন উপস্থিত জেলার বিশিষ্ট জনেরা।এদিন ঘন্টা খানেক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।এমনকি অসুর সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে গান ও শোনেন রাজ চক্রবর্তী। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন,এটা আমার ভালো লেগেছে।অনেকের পারফোমেন্স দেখেছি।কি করলে ভালো হয়।সেটি আমরা দেখছি।রাজাভাতখাওয়া তে বিভিন্ন রকম পারফোমেন্স দেখেছি। ভালো লেগেছে।যদিও এ নিয়ে বিরোধীদের অভিযোগ,ডুয়ার্সে এসে রথ দেখা আর কলা বেচা উভয়েই সারলেন বিশিষ্ট দুই তারকা রাজ ও অদিতি।