Rajganj: রাজগঞ্জের বিডিও অফিস চত্বরেই ঝোপে ছড়িয়ে ছিটিয়ে ভোটার কার্ড!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 06, 2025 | 5:09 PM

Rajganj: সাফাই কর্মীরা জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। এখন প্রশ্ন উঠছে, সরকারি অফিসের এত কাছেই এত সংখ্যক ভোটার কার্ড এল কোথা থেকে? এগুলো কি ভুলবশত ফেলা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনও অন্য রহস্য রয়েছে এর পিছনে।

জলপাইগুড়ি: রাজগঞ্জ বিডিও বিতর্কের মধ্যে ওই অফিসের পিছনের জঙ্গল থেকে উদ্ধার প্রচুর ভোটার কার্ড কে বা কারা এই ভোটার কার্ডগুলি সেখানে ফেলে দিয়েছে তা এখনও রহস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা প্রথমে ভোটার কার্ডগুলো পড়ে থাকতে দেখে খবর দেন। তবে সাফাই কর্মীরা জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। এখন প্রশ্ন উঠছে, সরকারি অফিসের এত কাছেই এত সংখ্যক ভোটার কার্ড এল কোথা থেকে? এগুলো কি ভুলবশত ফেলা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনও অন্য রহস্য রয়েছে এর পিছনে।