Rajnikant New Movie: রজনীকান্তের লাল সেলাম

Rajnikant New Movie: রজনীকান্তের লাল সেলাম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 22, 2023 | 3:41 PM

আসছে রজনীকান্তের ছবি ' লাল সেলাম'। ছবিতে রজনীর চরিত্রের নাম মঈদীন ভাই। ছবির পরিচালক রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। শ্যুটের শেষ দিনে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট ঐশ্বর্যর। মেয়ে বলছেন রজনীর সঙ্গে কাজ করা মিরাকেলের মতো।

আসছে রজনীকান্তের ছবি ‘ লাল সেলাম’। ছবিতে রজনীর চরিত্রের নাম মঈদীন ভাই। ছবির পরিচালক রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। শ্যুটের শেষ দিনে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট ঐশ্বর্যর। মেয়ে বলছেন রজনীর সঙ্গে কাজ করা মিরাকেলের মতো। ঐশ্বর্য বলছেন সত্যিই যেন ‘ম্যাজিক বাবা’ সুপারস্টার রজনী। ছবির এক পোস্টারের লুক দেখে মনে হচ্ছে ছবিতে আছে ক্রিকেট। ক্রিকেটার নিচ্ছে স্ট্যান্স। আগুনে জ্বলছে হেলমেট। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে এর আগে এক ক্যামিওর চরিত্রে দেখা যায়। সেই ছবির পরিচালনাও করেন রজনীর মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত। লাল সেলামের লুক প্রকাশিত হতেই রজনী ভক্তরা উত্তেজিত। চোখে রোদ চশমা আর মাথায় লাল ফেজ ভেলভেটের টুপি মঈদীন ভাইয়ের। পরনে সাদা পাঠান পাঞ্জাবি। বিশাল এক পাথরের গেট দিয়ে বেরিয়ে আসছেন থালাইভা। চিরাচরিত ভঙ্গিতে রজনীর স্মার্ট উপস্থিতি। আবার বক্স অফিস কাঁপাতে চলেছেন থালাইভা