Mastercard News: মাস্টারকার্ডে বড়সড় বদল

Mastercard News: মাস্টারকার্ডে বড়সড় বদল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 24, 2023 | 12:09 PM

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান পদে ছিলেন রজনীশ কুমার। এবার তিনি মাস্টারকার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন। প্রাক্তন এসবিআই প্রধান মাস্টারকার্ডের নন-এক্সিকিউটিভ অ্যাডভাইজার হলেন। মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার এগজিকিউটিভ টিমকে পরিচালনা করবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান পদে ছিলেন রজনীশ কুমার। এবার তিনি মাস্টারকার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন। প্রাক্তন এসবিআই প্রধান মাস্টারকার্ডের নন-এক্সিকিউটিভ অ্যাডভাইজার হলেন। মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার এগজিকিউটিভ টিমকে পরিচালনা করবেন। গৌতম আগরওয়ালের থেকে ক্ষমতা হস্তান্তরিত হবে রজনীশ কুমারের হাতে। মাস্টারকার্ডের আশা রজনীশ কুমারের হাতে পড়ে আরও উন্নত হবে তাদের পরিষেবা। সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। দীর্ঘ ৪ দশক স্টেট ব্যাঙ্কে ছিলেন রজনীশ কুমার।

২০১৭ থেকে ২০২২ তিনি এসবিআইয়ের চেয়ারম্যান পদে ছিলেন। এসবিআই YONO র ডেভলপমেন্টের দায়িত্বেও ছিলেন রজনীশ কুমার। কানাডা, ইংল্যান্ড ও ভারতে এসবিআইয়ের সহযোগী সংস্থায় উচ্চপদে ছিলেন তিনি। এসবিআই ক্যাপিটাল মার্কেটস লিমিটেডের প্রধানও ছিলেন রজনীশ কুমার। ১৯৮০তে এসবিআইয়ে যোগ দেন রজনীশ কুমার। সামলেছেন খুচরো ব্যাঙ্কিং, প্রজেক্ট ফাইন্যান্স, ক্রেডিট ও বৈদেশিক মুদ্রা ক্ষেত্রে।