Ranbir Kapoor-Alia Bhatt: বড়দিনেই মেয়েকে সামনে আনলেন রণবীর-আলিয়া
অবশেষে মেয়ে রাহাকে সকলের সঙ্গে আলাপ করিয়েই দিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বড়দিনেই মেয়েকে সামনে আনলেন তাঁরা। রাহার চোখের মণি নীল। নেটিজেনদের বক্তব্য, "বাবা অথবা মা নয়, ছোট্ট রাহার চোখ দুটো ঠিক রাজ কাপুরের মতো।"
রাহা এল সামনে
অবশেষে মেয়ে রাহাকে সকলের সঙ্গে আলাপ করিয়েই দিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বড়দিনেই মেয়েকে সামনে আনলেন তাঁরা। রাহার চোখের মণি নীল। নেটিজেনদের বক্তব্য, “বাবা অথবা মা নয়, ছোট্ট রাহার চোখ দুটো ঠিক রাজ কাপুরের মতো।”
ট্রোলড রণবীর-আলিয়া
বড়দিনে এক বছরের মেয়ে রাহাকে সকলের সামনে আনলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। রাহাকে ঋষি কাপুরের মতো দেখতে, তা বলছে সকলে। কিন্তু দেহরক্ষী ছাড়া রাহাকে প্রকাশ্যে আনার জন্য ট্রোলিংয়ের শিকার রণবীর-আলিয়া।
বাবার দ্বিতীয় বিয়েতে ছেলে
বাবা আরবাজ় খান দ্বিতীয় বিয়ে করেছেন। মুম্বইয়ের রূপসজ্জা শিল্পী সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ়। অভিনেত্রী মালাইকা আরোরা ছিলেন তাঁর প্রথম স্ত্রী। তাঁদের ছেলে আরহান বাবা আরবাজ়ের বিয়েতে হাজির ছিলেন হাসি মুখে। দিয়েছেন সাক্ষীও।
শাহরুখকে নিয়ে অজানা সত্যি
এক সময় ব্যারি জোনসের থিয়েটার গ্রুপে ছিলেন শাহরুখ খান। ওই গ্রুপে তাঁর সহকর্মী ছিলেন দীপিকা দেশপান্ডে। সেই সময় শাহরুখ কেমন ছিলেন? তা নিয়েই মুখ খুলেছেন দীপিকা। তাঁর কথায়, “থিয়েটার শেষ হতে হতে প্রায়শই রাত হয়ে যেত। আর রাত হলেই মেয়েদের বাড়ি ছাড়তে যেতেন শাহরুখ। সে সময় ওর একটি মারুতি গাড়ি ছিল।”
কাকে ‘ভীষণ ভালবাসি’ বললেন ঐশ্বর্য?
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পোস্ট ঐশ্বর্যর। তাতে তিনি লিখেছেন, ‘ভীষণ ভালবাসি’। এই পোস্ট তিনি করেছেন বাবা এবং মায়ের উদ্দেশে। তাঁদের বিবাহবার্ষিকীতে এমন পোস্ট করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।
তিনিই নাকি টেডি বিয়ার
ক্রিসমাসের সময় চারিদিক সেজে ওঠে। মুম্বইয়ের দেওল পরিবারও ব্যতিক্রম নয়। তাঁদের বাড়িও ক্রিসমাস ট্রি, সান্তাবুড়োয় সেজেছে। একটি টেডিবিয়ার নিয়ে সানি দেওল ছবি পোস্ট করতেই নেটিজ়েনদের একাংশ বলে উঠেছে, “আপনিই তো সত্যিকারের টেডি বিয়ার।”
সইফের গোপন তথ্য ফাঁস
সইফের জীবনের গোপন তথ্য ফাঁস হল। এবং তা ফাঁস হল তাঁর মা শর্মিলা ঠাকুরের কারণে। এক মহিলার জন্য নাকি সইফ বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি সঠিক সময়ে। বিমানে এক সেবিকাকে দেখে তাঁকে ডেটে নিয়ে যেতে চেয়েছিলেন সইফ এবং তা করতে গিয়ে সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি ছোটে নবাব।
রেগে গেলেন নচিকেতা
খড়দহে শো করতে গিয়ে মারাত্মক রেগে গেলেন নচিকেতা। এতটাই রেগে গেলেন যে মুখ ফসকে বেরিয়ে গেল গালিগালাজও। এক ভক্ত প্রথম সারিতে বসে ফোনে তাঁর ভিডিয়ো করছিলেন। সেটাই ভাল লাগেনি নচিকেতার। বেশ কয়েক বার বলার পরও ওই দর্শক কথা না শোনায় রেগে যান তিনি।
পরম-পিয়ার বড়দিন
মধুচন্দ্রিমা সারতে ডাবলিন গিয়েছিলেন ওঁরা। এতদিন একসঙ্গে ছবি না দিলেও বড়দিনে সেই ডাবলিন ডায়েরির স্মৃতি শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আজ খাতায় কলমে বড়দিন হলেও গত মাসেই যে বড় দিন কাটিয়ে ফেলেছেন তাঁরা।