Ranbir Kapoor: কী এমন ঘটল রণবীরের জীবনে! হঠাৎ কেন মৃত্যু ভয়ে কাবু অভিনেতা?
কন্যা রাহার জন্য বেঁচে থাকার ইচ্ছা শতগুণ বেড়ে গিয়েছে বলিউড তারকা রণবীর কাপুরের। তিনি নাকি আগে মৃত্যুকে একেবারেই ভয় পেতেন না। জানিয়েছেন সেই কথাই। কিন্তু রাহার জন্মের পর মনে মৃত্যু ভয় ঢুকেছে রণবীরের মনে। তিনি বলেছেন, "রাহার সঙ্গে আমারও নতুন জন্ম হয়েছে।"
মরতে ভয় রণবীরের
কন্যা রাহার জন্য বেঁচে থাকার ইচ্ছা শতগুণ বেড়ে গিয়েছে বলিউড তারকা রণবীর কাপুরের। তিনি নাকি আগে মৃত্যুকে একেবারেই ভয় পেতেন না। জানিয়েছেন সেই কথাই। কিন্তু রাহার জন্মের পর মনে মৃত্যু ভয় ঢুকেছে রণবীরের মনে। তিনি বলেছেন, “রাহার সঙ্গে আমারও নতুন জন্ম হয়েছে।”
কী অবস্থা ছিল সোনমের?
পরিচালক সঞ্জয় লীলা ভানসালীর কাছে ব্যাক-ক্যামেরায় কাজ করতেন সোনম। কাজের অভিজ্ঞতা একেবারেই ছিল না তাঁর। ভানসালী তাঁকে কাজ শেখার একটা সুযোগ করে দিয়েছিলেন মাত্র। পারিশ্রমিক দিতেন মাত্র সাড়ে তিন হাজার টাকা। ভাইরাল একটি ভিডিয়ো ক্লিপ। সেই ভিডিয়োতেই সোনম বলেন এই কথা।
করিনার লেগ-পুলিং করলেন সলমন
৯ বছর বয়স ছিল করিনা কাপুর খানের। একটি ট্রান্সপ্যারেন্ট নাইটি পরে এসেছিলেন সলমন খানের সমানে। চোখের উপর পড়ে থাকা চুলকে উড়িয়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিলেন। পরবর্তীতে করিনা কাপুর খানের জ়িরো ফিগার নিয়ে মস্করা করেন সলমন।
ট্রোলড কৃতি
কেউ বলছেন, বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নাকি ‘কেস খেয়েছেন’। সাজানো ইমেজ ভেঙে তছনছ হয়ে গিয়েছে তাঁর। কেউ বলছেন, কপটতা ধরা পড়ে গিয়েছে। চর্চিত প্রেমিক কবীর বাহিরার সঙ্গে গ্রিসে তাঁর সিগারেট খাওয়ার ছবি ভাইরাল। অতীতে এই কৃতিই তামাক সেবন না করা নিয়ে সতর্ক করতেন সকলকে। তাঁকে সিগারেট খেতে দেখে অনেকেই বিষয়টি মানতে পারতেন না।
বকা খেলেন দীপিকার এই নায়ক
‘গেহরাইয়াঁ’ ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করেছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। তাঁর বাবা ভীষণ রেগে গিয়েছিলেন। সিদ্ধান্ত বলেছেন, “বাবা বলেছেন, বড্ড বেশি অন্তরঙ্গতা দেখিয়ে ফেলেছি আমি।”
মেজাজ হারালেন জয়া?
রাজ্যসভায় তাঁর নাম জয়া অমিতাভ বচ্চন বলায় এবার প্রতিবাদ করলেন জয়া বচ্চন। বললেন শুধু জয়া বললেই হতো। তার উত্তরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জানান, এটাই লিখিত নাম। তাতেই আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, মহিলারা তাঁদের স্বামীর নামেই পরিচিত হয়।
রণবীর ও ঋদ্ধিমার সম্পর্ক কেমন?
কাপুর পরিবারের দুই সন্তান রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুরের মধ্যে সম্পর্ক কেমন? এবার সেই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা, জানান, ‘দিদি আমার থেকে দুই বছরের বড়। আমি ওকে ভালবাসি, আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, ঠিক তখন পর্যন্ত আমরা একই ঘরে থাকতাম। তখন আমার বয়স ১৩ এবং আর দিদির ১৫। আমি ওর সঙ্গে কাটানো সেই সুন্দর বন্ধুত্বের বছরগুলো খুব মিস করি।
রুক্মিনী ক্রিকেট লিগ
রুক্মিনী মৈত্র ও দেব আরও একবার ক্রিকেট খেলে ভাইরাল। শাড়ি পরে ব্যাট হাতে চার-ছয় রুক্মিনীর। দীর্ঘক্ষণ ধরে চলল খেলা, একটা সময় দেব বাধ্য হয়ে রুক্মিনীকে থামিয়ে টানতে টানতে নিয়ে চলে যান। এই মজার ভিডিয়ো শেয়ার করেই রুক্মিনী ক্যাপশনে লিখেছেন রুক্মিনী ক্রিকেট লিগ।
রচনার ডায়েট
কাঞ্চনা মৈত্র দিদি নম্বর ওয়ান মঞ্চ থেকে খোলসা করলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ডায়েট। বললেন, ‘আজ দিদি নম্বর ওয়ানের মঞ্চে আমি দর্শকদের জানাতে চাই যে আপনার সৌন্দর্যের গোপন রহস্য কী? এরপর দেখা যায় তাঁরা রচনার কাছে আসেন এখন একটি স্মুদির বোতল পান। সেটা দেখিয়ে কাঞ্চনা বলেন, ‘আমি ডিমের ডেভিল খাই, মোঘলাই পরোটা খাই। আর উনি…’এই বিষয়ে উত্তর দিয়ে রচনা জানান এতে ABC আছে। কিন্তু কী এই ABC? সেটা যদিও জানানি…।