Ranveer Singh News: বিছানায় ঘুমোন না রণবীর!
মনের দুঃখ এতদিন মনেই চাপা ছিল রণবীর সিংয়ের। করণ জোহরের শো কফি উইথ করণে এসে স্পষ্টভাবেই কষ্ট জাহির করলেন রণবীর। ঘুমোনোর জন্য নাকি বিছানা পান না রণবীর সিং! করণ জোহরের ছবি 'রকি অউর রানি'তে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট।
মনের দুঃখ এতদিন মনেই চাপা ছিল রণবীর সিংয়ের। করণ জোহরের শো কফি উইথ করণে এসে স্পষ্টভাবেই কষ্ট জাহির করলেন রণবীর। ঘুমোনোর জন্য নাকি বিছানা পান না রণবীর সিং! করণ জোহরের ছবি ‘রকি অউর রানি’তে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। রকি অউর রানি, সুপার হিট। রণবীর বলেন তিনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না। ভোরে ‘কল টাইম’ থাকলে রাত্রেই শ্যুটিং স্পটে পৌঁছে যান রণবীর। রণবীর নিশ্চিত করেন যাতে ভ্যানিটি ভ্যানের জেনারেটর চলে। ভ্যানিটি ভ্যানেই ঘুমিয়ে পড়েন রণবীর! করণ জোহরের শোয়ে রণবীরের সিক্রেট কী করে ফাঁস হল? করণ তাঁকে প্রশ্ন করেন ‘তোমার কোন অভ্যাস স্টার সুলভ?’ রণবীর সিং বলেন সময়ে শ্যুটিং স্পটে পৌঁছতেই এরকম করেন তিনি। এই অভ্যাস রণবীর সিং শিখেছেন সলমন খানের থেকে। সলমনও এরকম করে থাকেন। করণ জোহরের শোয়ে স্ত্রী দীপিকার প্রতি প্রেমও জাহির করেন। করণ প্রশ্ন করেন কী নামে তাঁর ফোনে দীপিকার নম্বর সেভ করা আছে? উত্তরে রণবীর সিং জানান দীপিকার ফোন নম্বর ‘বেবি’ নামে আছে তাঁর ফোনে। বেবি পিঙ্ক রঙের হার্ট ইমোজি আছে তার পাশে। রণবীর দীপিকার সম্পর্কের শুরু সঞ্জয় লীলা বনশালীর ‘রাম লীলা’ ছবির সময়ে। বিয়ের পরেও দীপবীরের রোমান্স কমেনি। তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে গর্বিত।