Viral Video: বিরল অ্যালবিনো হরিণের সন্ধান
সম্প্রতি IFS অফিসার আকাশ দ্বীপ বাধাওয়ান একটি ছবি শেয়ার করেছে। সেখানে বিরল প্রজাতির সাদা রঙের অ্যালবিনো হরিণ দেখা গিয়েছে। উত্তর প্রদেশের কাতার্নিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির এই ছবি এখন রীতিমতো ভাইরাল।
সম্প্রতি IFS অফিসার আকাশ দ্বীপ বাধাওয়ান একটি ছবি শেয়ার করেছেন। সেখানে বিরল প্রজাতির সাদা রঙের অ্যালবিনো হরিণ দেখা গিয়েছে। উত্তর প্রদেশের কাতার্নিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির এই ছবি এখন রীতিমতো ভাইরাল। ছবিতে ওই বিরল হরিণটির সঙ্গে দেখা গিয়েছে একটি প্রাপ্তবয়স্ক মহিলা হরিণকে। এই ছবিটি তুলেছেন পুলকিত গুপ্ত। টুইটারে এই ছবিটি খুবই ভাইরাল হয়েছে। ইউজাররা এই বিরল প্রাণীটিকে দেখে মুগ্ধ হয়েছেন। পাশাপাশি নেটিজ়েনদের কেউ কেউ আবার প্রাণীটির নিরাপত্তার জন্যও উদ্বিগ্ন ছিলেন। IFS অফিসার সুশান্ত নন্দা এরকমই আর একটি অ্যালবিনো প্রজাতির হরিণের কথা বলছিলেন। তিনি 15 বছর আগে ওড়িশার আঙ্গুল জেলায় দেখেছিলেন। তিনি লিখছেন,’সোনালি হরিণ ছিল রামায়ণে। এখানে একটি রূপালি হরিণের ছবি শেয়ার করেছেন আকাশ দ্বীপ বাধাওয়ান। এরকমই একটি হরিণ আমি 15 বছর আগে দেখেছিলাম আঙ্গুল জেলার লবঙ্গী গেস্ট হাউসে’। টুইটার ব্যবহারকারীদের মধ্যে একজন লিখলেন,’অনবদ্য’। আর একজন যোগ করলেন,’শিকারীরা ওর জন্য ওঁত পেতে রয়েছে’। অ্যালবিনো প্রাণীদের পিগমেন্টেশনের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হয়। অ্যালবিনো বন্যপ্রাণীরা প্রকৃতিতে একাধিক বাধার সম্মুখীন হতে পারে। কারণ,তাদের দৃষ্টিশক্তি কম। নিজেদের সঙ্গীদেরই এরা খুঁজে পায় না।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

