AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rat Tourism: নিউ ইয়র্কে ইঁদুর পর্যটন

Rat Tourism: নিউ ইয়র্কে ইঁদুর পর্যটন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 1:26 PM

Share

ভিড় জমছে নিউ ইয়র্ক সিটিতে। স্ট্যাচু অফ লিবার্টি, টাইমস স্কোয়ার বা সেন্ট্রাল পার্ক দেখতে নয়। তাঁরা দেখতে আসছেন ইঁদুর। র‍্যাট ট্যুরিজমের রমরমা মার্কিন মুলুকে। নিউ ইয়র্কে ইঁদুরের উৎপাত বেড়েছে আর সেটাই দেখতে আসছেন পর্যটকরা। এই শহরে ইঁদুরের সংখ্যা ১ কোটিরও বেশি। প্রশাসন তৎপর হলেও কমেনি র‍্যাটাটুলিদের দৌরাত্ম্য।

ভিড় জমছে নিউ ইয়র্ক সিটিতে। স্ট্যাচু অফ লিবার্টি, টাইমস স্কোয়ার বা সেন্ট্রাল পার্ক দেখতে নয়। তাঁরা দেখতে আসছেন ইঁদুর। র‍্যাট ট্যুরিজমের রমরমা মার্কিন মুলুকে। নিউ ইয়র্কে ইঁদুরের উৎপাত বেড়েছে আর সেটাই দেখতে আসছেন পর্যটকরা। এই শহরে ইঁদুরের সংখ্যা ১ কোটিরও বেশি। প্রশাসন তৎপর হলেও কমেনি র‍্যাটাটুলিদের দৌরাত্ম্য। সাধারণ মানুষ বিরক্ত ইঁদুরের জ্বালায়। আবার কেউ কেউ র‍্যাট ট্যুরিজমের ‘ইঁদুর দৌড়ে’ সামিল হয়েছেন। তাঁরা কাজ করছেন র‍্যাট ট্যুর গাইড হিসাবে।

নিউ ইয়র্কের আশেপাশে ইঁদুর অধ্যুষিত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন তাঁরা। তাই নিয়ে ভিডিও করে পোস্ট করছেন সোশাল মিডিয়ায়। ইঁদুরের সেই ভিডিও ১০,০০০ এরও বেশি ভিউ পাচ্ছে। এমনই এক ট্যুর গাইড কেনি বলওয়ার্ক। তিনি ২০১৯ এ মিসৌরি থেকে নিউ ইয়র্ক আসেন ইঁদুরের উৎপাত দেখতে। শহরে ইঁদুরের উপদ্রব বন্ধ করাই তাঁর লক্ষ্য। সপ্তাহে ৩ থেকে ৫ বার ইঁদুরের ছবি তোলেন তিনি। বহু পর্যটক তাঁর কাছে আসেন ইঁদুরের কাণ্ড দেখতে।

Published on: Sep 23, 2023 01:23 PM