Ratna Ghoshal: বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে

Ratna Ghoshal: বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 23, 2024 | 11:58 PM

বান্ধবীর মৃত্যুদিনে শেষে তাঁর নামেই অপপ্রচার—অভিনেত্রী রত্না ঘোষালের বক্তব্য ভাইরাল হতেই নিন্দার ঝড় সমাজমাধ্যমে। হঠাৎ মহুয়া রায়চৌধুরীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন তিনি? রত্নার কথায়, “মজা করতে করতে গোলাকে চামচে করে মদ খাওয়াত মহুয়া। আমিও মজা করেই কথাটা বলেছি। এই নিয়ে কেন এত শোরগোল, বুঝতে পারছি না!”

‘মুঘলে আজ়ম’-এর রিমেক?
১৯৬০ সালে মুক্তি পায় ‘মুঘলে আজ়ম’। ছবিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার এবং মধুবালা। সেই কালজয়ী ছবির রিমেক তৈরি করার পরিকল্পনা করেছিলেন দক্ষিণের পরিচালক কে আসিফ। তাতে তিনি ঠিক করেছিলেন, আকবরের চরিত্রে কাস্ট করবেন অমিতাভ বচ্চনকে। আনারকলির চরিত্রে ভেবেছিলেন কাস্ট করবেন ঐশ্বর্যকে। কিন্তু সেই ছবি আর তৈরিই হয়নি। প্রযোজক নাকি বলেছিলেন ‘মুঘলে আজ়ম’ তৈরি করা সম্ভবই নয়।

এ কী বলেন ঐশ্বর্যর ননদ?
‘কফি উইথ করণ’-এ এসে ভাই অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য সম্পর্কে শ্বেতার বক্তব্য এখন ভাইরাল। তিনি বলেছিলেন, একজন নতুন মানুষ কিংবা বাচ্চাও যদি পরিবারে যুক্ত হন, “আমার মনে হয় ঐশ্বর্যর আসায় ভালই হয়েছে। ও তো অভিষেকের মতোই অভিনেতা। ইন্ডাস্ট্রির কাজের ধরন সম্পর্কে ওর ধারণা আছে। কত দেরিতে কাজ শেষ হতে পারে। শুটিং কীভাবে হতে পারে। তাই আমার মনে হয় ভালই হয়েছে।

প্রেম করে পাল্টে যেতেন সইফ
অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সইফের জীবনে আসেন নতুন নারী। তিনি বিদেশি মডেল রোজ়া কাতালানো। শুরুতে সইফের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে একপ্রকার বাধ্য হয়েছিলেন রোজ়া। তিনি জানিয়েছিলেন, ১৮০ ডিগ্রি পাল্টে গিয়েছিলেন সইফ। রোজ়াকে এড়িয়ে চলতেন সইফ। দিনের পর-দিন কেটে যেত, নিজে থেকে একটাও ফোন করতেন না।

‘ছেলেকে চামচে করে মদ খাওয়াত মহুয়া’
বান্ধবীর মৃত্যুদিনে শেষে তাঁর নামেই অপপ্রচার—অভিনেত্রী রত্না ঘোষালের বক্তব্য ভাইরাল হতেই নিন্দার ঝড় সমাজমাধ্যমে। হঠাৎ মহুয়া রায়চৌধুরীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন তিনি? রত্নার কথায়, “মজা করতে করতে গোলাকে চামচে করে মদ খাওয়াত মহুয়া। আমিও মজা করেই কথাটা বলেছি। এই নিয়ে কেন এত শোরগোল, বুঝতে পারছি না!”

সোহিনীর পোস্ট
বিয়ের একসপ্তাহ গড়াতে না গড়াতেই একাধিক ছবি পোস্ট সামনে আনলেন সোহিনী সরকার। বিয়ের দিন চুটিয়ে মজা করেছেন তিনি। ফাঁকতালে নেচেও নিয়েছেন খানিকটা। আর সেই মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই সকলে প্রশংসায় ভরিয়ে দিলেন।

এবার কী বলিউডে শুভশ্রী?
সম্প্রতি মুম্বইতে উড়ে যান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানেই একটি অ্যাওয়ার্ড শোতে তিনি ইন্দুবালা ভাতের হোটেল সিরিজের জন্য পুরস্কৃত হন। কিন্তু একই সঙ্গে জল্পনা উস্কে গেল, তবে কি রাজের মতো শুভশ্রীও এবার বলিউডে পা রাখতে চলেছেন?

মন খারাপ কিরণের
দুটি ছবির ব্যবসা মোটেও ভাল নয়। তাই নিজের কাজ নিয়ে অখুশি আমির প্রাক্তন কিরণ রাও। বললেন– ‘ধোবি ঘাট ও লাপাতা লেডিস, এই দুটি ছবিই বক্স অফিসে খুব একটা ভাল ফল করতে পারেনি। ১০-১৫ বছর পরে ‘লাপাতা লেডিস’ সেরকম কিছুই করতে পারেনি, তার আয় মোটামুটি ‘ধোবিঘাট’-এর সমান। তাই দুটি কাজ নিয়েই আমি ব্যর্থতার অনুভব করি।

মায়ের পাশে সারা
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদের জল্পনায় তোলপাড় টলিপাড়া। রটেছে, ম্যানেজারের সঙ্গে নাকি পরকীয়ায় জড়িয়েছেন যিশু। এ সব নিয়েই যখন আলোচনা তখন মাকে নিয়ে আবেগঘন পোস্ট কন্যা সারা সেনগুপ্তের। মায়ের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, “পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহিলা।”

মুখ খুললেন সোহিনী
২০২২ সালে বিচ্ছেদ হয় রণজয় ও সোহিনীর। বিচ্ছেদ নিয়ে অতীতে বারংবার রণজয় মুখ খুললেও সোহিনী এযাবৎ ছিলেন চুপ। তবে তাঁর বিয়ের পর যা সব ‘কদর্য আলোচনা’, রণজয়ের আর এক প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতার রণজয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্যে ও তা নিয়ে রণজয়ের প্রতিক্রিয়ায় এই সব শুনে আর নীরব থাকলেন না সোহিনী। তাঁর প্রশ্ন, ” যে ছেলে ২০২১ পর্যন্ত কিছু করে না, ২০২২-এ সে সিরিয়াল করার পর থেকেই কেন সমস্যা শুরু হল? যে ভাল চায়, সে কেন শুধু সংবাদমাধ্যমের সামনেই ভাল চাওয়াটা সীমাবদ্ধ রাখল?”