Coronavirus: জানেন কি ইঁদুরও বহন করতে পারে কোভিড ভাইরাস?

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 13, 2023 | 11:23 PM

Coronavirus: জানেন কি ইঁদুরও বহন করতে পারে কোভিড ভাইরাস?

জানেন কি ইঁদুরও বহন করতে পারে কোভিড ভাইরাস? সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। নিউ ইয়র্ক শহরের প্রায় ৮০ লক্ষ ইঁদুর রয়েছে। সেই সমস্ত ইঁদুর কোভিড ভাইরাস বহন করতে পারে। সংক্রমিত ইঁদুরের সংস্পর্শে এলে মানুষের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। নিউ ইয়র্কের ইঁদুর আলফা,ডেল্টা এবং ওমিক্রম সহ SARS-COV-2-এর তিন ধরনের ভাইরাস বহন করতে সক্ষম। ৭৯টি ইঁদুরের মধ্যে ১৩টি ইঁদুরSARS-COV-2 ভাইরাসে সংক্রমিত। ড. হেনরি ওয়ান বলেন,’যুক্তরাষ্ট্রের একটি প্রধান শহরাঞ্চলে বন্য ইঁদুরের মধ্যে SARS-COV-2 ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে। তবে এই সমস্ত ইন্দুর মানুষের সংস্পর্শে এলে কতটা বিপজ্জনক তা এখনও স্পষ্ট নয়’। সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন-র তরফে জানানো হয়েছে,প্রাণীদের থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর বিষয়টি খুবই বিরল। হংকং এবং বেলজিয়ামের গবেষণায় দেখা গিয়েছে, কোভিড সংক্রমণের পিছনে রয়েছে ইঁদুর। এছাড়া বিড়াল, কুকুর, জলহস্তি, হরিণের মতো অন্যান্য প্রাণীদের মধ্যেও কোভিড-১৯ সংক্রমণের খবর মিলেছিল।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla