Exchange 2000 Rs Notes from Foreign: বিদেশে বসেই বদলাতে চান ২০০০-এর নোট!

RBI: ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০০০ টাকার নোট বদল করতে পারবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নোট বদলাতে পারবেন প্রবাসীরাও।

Exchange 2000 Rs Notes from Foreign: বিদেশে বসেই বদলাতে চান ২০০০-এর নোট!
| Updated on: May 28, 2023 | 12:30 PM

 

২০০০ টাকার নোট তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০০০ টাকার নোট বদল করতে পারবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নোট বদলাতে পারবেন প্রবাসীরাও। অনেকেই বিদেশে থাকেন চাকরি বা পড়াশোনোর জন্য। তারাও পারবেন ২০০০ টাকার নোট বদল করতে। তাদেরকে ২০০০ টাকার নোট নিয়ে আসতে হবে সেই দেশের রিজার্ভ ব্যাঙ্কের শাখায়। আপনি যদি আরবিআই-তে না গিয়ে অন্য কোন ব্যঙ্কে যেতে পারেন। আপনার যে ব্যঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যঙ্কের বিদেশি শাখায় প্রথমে যেতে হবে। বিদেশ থেকে ভারতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এলে,বদলাতে পারবেন ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট নিয়ে যেতে হবে আপনার যে ব্যঙ্কে অ্যাকাউন্ট আছে। সেখানেই আপনার সমস্যার সমাধান হবে। বাড়তে পারে ২০০০ টাকা জমা দেওয়ার মেয়াদ। এক সঙ্গে জমা সর্বাধিক জমা দিতে পারবেন ১০ টি ২০০০ টাকার।

Follow Us: