Bank Loan: আগামী এপ্রিল মাসেই বাড়তে পারে আরবিআইয়ের রেপো রেট, অর্থনীতিতে কী প্রভাব

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 14, 2023 | 7:40 PM

আগামী মাসেই বাড়তে পারে রিসার্ভ ব্যাঙ্কের রেপো রেট। আরবিআই-এর মুদ্রা নীতি কমিটি সুদের হার নিশ্চিতভাবেই বাড়াবে বলে অনুমান। কী প্রভাব অর্থনীতিতে?

২২ মার্চ মার্কিন ফেডেরাল ব্যাঙ্ক তার সুদের হার বাড়াতে পারে,অথবা নাও বাড়াতে পারে। এপ্রিল মাসে আরবিআই-এর মুদ্রা নীতি কমিটি সুদের হার নিশ্চিতভাবেই বাড়াবে বলে অনুমান। এপ্রিল মাসে আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। সেই ক্ষেত্রে গত ৭ বছরের মধ্যে রেপো রেট সর্বোচ্চ হবে। বর্তমানে,পলিসি রেট ৬.৫০ %। টানা ৬বার বৃদ্ধিতে সুদের হার সব মিলিয়ে ২.৫০% বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে এপ্রিল মাসে পলিসি রেট বাড়াতে পারে আরবিআই। আরবিআই গভর্নর ইতিমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মূল্যবৃদ্ধি ৬ শতাংশের বেশি হওয়াটা বড় উদ্বেগের বিষয়। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি জানুয়ারির ৬ % তুলনায় কমে ফেব্রুয়ারিতে ৫.৯৫ % নেমে এসেছে। মূল্যবৃদ্ধি কমানোর প্রয়াসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আগামী মাসে রেপো রেট ০.২৫ % বাড়াতে পারে। শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যবৃদ্ধি কমবে না।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla