Rear View Mirror: স্কুটি আর বাইকে রিয়ার মিরর না থাকা অপরাধ?

Rear View Mirror: স্কুটি আর বাইকে রিয়ার মিরর না থাকা অপরাধ?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 14, 2023 | 10:04 AM

মোটরবাইক বা স্কুটিতে রিয়ার ভিউ মিরর থাকা অপরাধ। কেন্দ্র সরকারের মোটর মোটর ভেহিকেল আইনে এ বিষয়ে নির্দেশিকা আছে। ওই আইনের ১৯৮৮র ৫ ও ৭ ধারায় বলা আছে সমস্ত দুচাকার গাড়িতে রিয়ার ভিউ আয়না থাকা আবশ্যিক। এ পর্যন্ত ট্রাফিক পুলিশ কঠোরতা দেখায়নি এই আইনে। সাম্প্রতিক সময়ে এই ধারায় বেশ কিছু আরোহীদের জরিমানা করা শুরু হয়েছে।

মোটরবাইক বা স্কুটিতে রিয়ার ভিউ মিরর থাকা অপরাধ। কেন্দ্র সরকারের মোটর মোটর ভেহিকেল আইনে এ বিষয়ে নির্দেশিকা আছে। ওই আইনের ১৯৮৮র ৫ ও ৭ ধারায় বলা আছে সমস্ত দুচাকার গাড়িতে রিয়ার ভিউ আয়না থাকা আবশ্যিক। এ পর্যন্ত ট্রাফিক পুলিশ কঠোরতা দেখায়নি এই আইনে। সাম্প্রতিক সময়ে এই ধারায় বেশ কিছু আরোহীদের জরিমানা করা শুরু হয়েছে। দুচাকার গাড়ি চালানোর সময়ে অত্যন্ত প্রয়োজনীয় এই আয়না দুটি। পিছনের গাড়ি দেখতে সাহায্যয় করে এই মিরর। লেন পরিবর্তন বা মোড় ঘুরতেও এটি সহায়তা করে। দুর্ঘটনার সম্ভাবনা কমায় রিয়ার ভিউ মিরর। বাইক বা স্কুটিতে এই আয়না না থাকলে চালককে বারবার পিছনে দেখতে হয়। বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। চার চাকার গাড়িতে যেমন সিটবেল্ট বলা বাধ্যতামূলক। দ্বিচক্র যানে তেমনি নিরাপত্তার কারণে রিয়ায় ভিউ মিরর বাধ্যতামূলক। #RearViewMirror | #Bike | #MotorVehicleAct