Vodafone Recharge Plans: খরচ বাড়ছে এই  টেলিকম সংস্থায়

Vodafone Recharge Plans: খরচ বাড়ছে এই টেলিকম সংস্থায়

আসাদ মল্লিক

|

Updated on: May 31, 2023 | 2:27 PM

Vodafone: রিচার্জ প্ল্য়ান প্রতিদিন বেড়েই চলেছে । সাধারণ মানুষের বাড়ছে চিন্তা এই রিচার্জ প্ল্য়ান নিয়ে। কখনও দেখা যাচ্ছে রিচার্জ প্ল্য়ানের বৈধতা কমিয়ে দেওয়া হচ্ছে।

রিচার্জ প্ল্য়ান প্রতিদিন বেড়েই চলেছে । সাধারণ মানুষের বাড়ছে চিন্তা এই রিচার্জ প্ল্য়ান নিয়ে। কখনও দেখা যাচ্ছে রিচার্জ প্ল্য়ানের বৈধতা কমিয়ে দেওয়া হচ্ছে। Vodafone Idea সেরকমই খবর দিতে চলেছে আমাদের। Vodafone Idea কমাচ্ছে ৯৯ টাকা প্ল্য়ানের বৈধতা। ১২৮ টাকার প্ল্য়ানের বৈধতাও কমানো হচ্ছে। আয় বাড়ানোর পথে হাঁটতে চলেছে এই সংস্থা। ৯৯ টাকার প্ল্যানের আগে দেওয়া হত ২৮ দিনের বৈধতা। এখন সেই প্ল্যানের বৈধতা কমে হয়েছে ১৫ দিন। এই প্ল্যানে পাবেন না কোন SMS পরিষেবা। ২০০ এমবি ডেটা দেওয়া হচ্ছে এই প্ল্যানে। ৯৯৯ টাকার টকটাইম পাবেন এই প্ল্যানে। ১২৮ টাকার প্ল্যানে আগে গ্রাহকরা পেতেন ২৮ দিনের বৈধতা। সেই প্ল্যানের বৈধতা করা হয়েছে ১৮ দিনের জন্য। রাত ১১ টার পর থেকে সকাল ৬ টা পর্যন্ত পাবেন নাইট মিনিটের সুযোগ। এই ২টি প্ল্যানের বৈধতা কমানো হয়েছে মুম্বাইয়ের গ্রাহকদের জন্য।