অনলাইন পেমেন্টে রেকর্ড লেনদেন, UPI-এর হাত ধরে ভারতের উত্থান!

যাদের বয়স পঞ্চাশের কোঠায়, তাঁরাও এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত। ফুচকা বা সিঙ্গাড়া কিনতে গেলেও এখন অনলাইন পেমেন্ট করাটাই যেন দস্তুর। এটা আজকের ব্যাপার নয়, বেশ কয়েকবছর ধরেই চলছে। আর এইভাবে চলতে চলতেই অনলাইন লেনদেনে দুনিয়াতে প্রথম তিনে উঠে এসেছে ভারত।

অনলাইন পেমেন্টে রেকর্ড লেনদেন, UPI-এর হাত ধরে ভারতের উত্থান!
| Edited By: | Updated on: Jul 27, 2024 | 11:28 PM

যাদের বয়স পঞ্চাশের কোঠায়, তাঁরাও এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত। ফুচকা বা সিঙ্গাড়া কিনতে গেলেও এখন অনলাইন পেমেন্ট করাটাই যেন দস্তুর। এটা আজকের ব্যাপার নয়, বেশ কয়েকবছর ধরেই চলছে। আর এইভাবে চলতে চলতেই অনলাইন লেনদেনে দুনিয়াতে প্রথম তিনে উঠে এসেছে ভারত। মে মাসে ইউপিআইয়ের মাধ্যমে দেশে রেকর্ড লেনদেন হয়েছিল। ১৪ কোটি ৪০ লক্ষ বার ইউপিআই পেমেন্টের মাধ্যমে বেচাকেনা হয় ২০ লক্ষ কোটি টাকার বেশি। জুনে অঙ্কটা সামান্য কমেছে। তবে চলতি আর্থিক বছরের প্রথম ৩ মাসে ইউপিআই লেনদেন দাঁড়িয়েছে ৫৬ লক্ষ কোটি টাকা। লেনদেনের অঙ্কটা চমকে দেওয়ার মতো। মানে আমাদের দেশে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র,-সহ মোট এক ডজন মন্ত্রকের বাজেট বরাদ্দের চেয়েও অনেকটা বেশি। এমনকি গত অর্থবর্ষে দেশে সবমিলিয়ে যে পরিমাণ কর আদায় হয়েছে। তার চেয়েও এই ৩ মাসে ইউপিআই লেনদেনের পরিমাণ বেশি। গ্লোবাল পেমেন্ট সংস্থা ভিসা ইন্টারন্যাশনালের দাবি, আর ২ থেকে ৩ বছরের মধ্যে মোট অনলাইন ট্রানজাকশনে আমেরিকাকে পিছনে ফেলে দিতে পারে ভারত। তাদের রিপোর্টে বলা হয়েছে ২০২৭-২৮ সালে মাসে ২০ লক্ষ কোটি টাকার বেশি ইউপিআই লেনদেন হবে। জানেন কী, এখন ইউপিআইয়ের মাধ্যমে যে কেনাকাটা হয়, তার অর্ধেকই ছোট শহর ও গ্রামাঞ্চলে। আরেকটা ইন্টারেস্টিং তথ্যও আপনাদের বলে রাখি। কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউপিআই পেমেন্ট হয়? না, অনলাইন অ্যাপ থেকে খাবার আনাতে বা মুদিখানার জিনিস কিনতে নয়। সবচেয়ে বেশি ইউপিআই পেমেন্ট হয় নানা অ্যাপে নানা ধরণের গেম খেলতে। বলতে পারেন, ইউপিআই এখন প্রযুক্তির দুনিয়ায় ভারতবর্ষের সবথেকে বড়ো বিজ্ঞাপন। সবচেয়ে আলোচিত মুখ। এতটাই যে অনেক দেশই ইউপিআইয়ের মতো নিজস্ব পেমেন্ট অ্যাপ তৈরিতে উত্‍সাহী। ভারতও তাতে সাড়া দিতে তৈরি। বেশ কয়েকবছর আগে ইউপিআই পেমেন্ট অ্যাপ তৈরি করে পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখন দুনিয়ার বিভিন্ন দেশে ইউপিআই-এর মাধ্যমেই লেনদেন হচ্ছে। সময়ে সময়ে ইউপিআই-তে নতুন নতুন ফিচার যোগ হয়েছে। নতুন, নতুন সুবিধা পেয়েছেন গ্রাহকরা। ২০২২ সালে চালু হয়েছিল ইউপিআই লাইট। ২০২৪-এর শুরুতে এসে ইন্টারনেট ছাড়াই লেনদেনের সুবিধাও চালু হয়ে গেলো।

Follow Us: