IRCTC: সরকারি চাকরি করতে আগ্রহী যারা, তাদের জন্য দারুণ খবর

IRCTC: সরকারি চাকরি করতে আগ্রহী যারা, তাদের জন্য দারুণ খবর

আসাদ মল্লিক

|

Updated on: Mar 13, 2023 | 5:37 PM

IRCTC: সরকারি চাকরি করতে আগ্রহী যারা, তাদের জন্য দারুণ খবর

সরকারি চাকরি করতে আগ্রহী যারা,তাদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় রেল মন্ত্রক দিচ্ছে কর্মসংস্থানের দারুণ সুযোগ। অ্যাসিস্টেন্ট প্রোগ্রামার পদে হবে কর্মী নিয়োগ। আবেদনকারীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে বিস্তারিত তথ্য জানতে পারেন। মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ। এই শূন্য়পদে নিয়োগ করা হবে নয়া দিল্লিতে। মোট ৩ বছরের জন্য় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হবে। আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর। যাদের নিয়োগ করা হবে,তাদের ন্য়ূনতম বেতন ৪৪ হাজার ৯০০ টাকা হবে। সর্বোচ্চ ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য় সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্য়াপ্লিকেশন বা আইটিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,কম্পিউটার সায়েন্সে বি.ই বা বি.টেক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এই শূন্যপদে অফলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পাঠাতে হবে ডেপুটি সেক্রেটারি,রুম নং-১১০ সি,রেল ভবন,রাইসিনা রোড,নয়াদিল্লি-১১০০০১ ।