চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারে লোভনীয় বেতনে চাকরির সুযোগ রয়েছে প্রার্থীদের সামনে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট পদে করা হচ্ছে নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। পদের নাম ফার্মাসিস্ট। মোট ৬ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতাতেই করা হবে নিয়োগ।
মাস গেলে বেতন মিলবে ২৮, ৯০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে WBHRB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি ও ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে। অসংরক্ষিত প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ২১০ টাকা দিতে হবে। SC/ST/PWD প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া । ১০ এপ্রিল অবধি করা যাবে আবেদন।