Rekha Patra: জেল থেকে শাহজাহানের হুমকি আসতেই মাঠে নামলেন রেখা
জেল থেকে শাহজাহানের হুমকির ফোন, তার জেরে বাড়িছাড়া সন্দেশখালির রবীন মন্ডল। সেই কথা জানতে পেরেই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি নেত্রী রেখা পাত্র, যিনি আবার শাহজাহান কান্ডের অন্যতম পরিচিত মুখও। সরবেড়িয়ার বাড়িতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “এখানে এসে জানতে পারলাম, আমরা যাতে দেখা করতে না-পারি, তার আগেই শাহজাহানের দলবল পরিবারের পুরুষ […]
জেল থেকে শাহজাহানের হুমকির ফোন, তার জেরে বাড়িছাড়া সন্দেশখালির রবীন মন্ডল। সেই কথা জানতে পেরেই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি নেত্রী রেখা পাত্র, যিনি আবার শাহজাহান কান্ডের অন্যতম পরিচিত মুখও। সরবেড়িয়ার বাড়িতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “এখানে এসে জানতে পারলাম, আমরা যাতে দেখা করতে না-পারি, তার আগেই শাহজাহানের দলবল পরিবারের পুরুষ সদস্যদের তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখেছে।” আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো