বাবা রাতে ঘুমোতেই আসে..., বাংলাদেশে শিউরে ওঠার মতো অবস্থা
বাংলাদেশের নির্যাতিতা মহিলাImage Credit source: TV9 Bangla

‘বাবা রাতে ঘুমোতেই আসে…’, বাংলাদেশে শিউরে ওঠার মতো অবস্থা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2025 | 8:07 PM

পাসপোর্ট, ভিসা ছাড়াই, প্রাণ বাঁচাতে সম্ভ্রম বাঁচাতে ভারতে একের পর বাংলাদেশি পরিবার। বিশেষ করে নির্যাতনের শিকার মহিলারা। অভিযোগ, তাঁদের ঘরে ঢুকে চলছে অত্যাচার। মহিলারা বাইরে বেরোলেই ঘিরে ধরে অশ্রাব্য গালিগালাজ। অশালীন কটূক্তি। বাদ নেই নাবালিকা ছাত্রীরাও। 

মালদহ: জ্বলছে বাংলাদেশ। উত্তপ্ত পরিস্থিতি। হাত জোড় করে কান্নায় ভেঙে পড়ে এদেশে থাকার আবেদন করছেন মহিলারা। ভয়ানক আতঙ্ক তাড়া করছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক নির্যাতনের শিকার মহিলারা। দল বেঁধে ঘরে ঢুকে নির্যাতন। সম্পূর্ন নিঃস্ব হয়ে, এক কাপড়ে পালিয়ে যেতেন ভারতে। কেউ নাটোর, কেউ রাজশাহী, কেউ চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। পাসপোর্ট, ভিসা ছাড়াই, প্রাণ বাঁচাতে সম্ভ্রম বাঁচাতে ভারতে একের পর বাংলাদেশি পরিবার। বিশেষ করে নির্যাতনের শিকার মহিলারা। অভিযোগ, তাঁদের ঘরে ঢুকে চলছে অত্যাচার। মহিলারা বাইরে বেরোলেই ঘিরে ধরে অশ্রাব্য গালিগালাজ। অশালীন কটূক্তি। বাদ নেই নাবালিকা ছাত্রীরাও। অনেকের আবার এমন পরিস্থিতি যে এই রাজ্যে তাঁরা থাকেন, এসআইআর-এ নাম নেই। তবুও তাঁরা এখানেই থাকতে চান। বাংলাদেশ ফিরতে চান  না। তাঁরা বলছেন, ‘হয় এখানে থাকতে দিন. নাহলে গুলি করে মারুন।’