AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: সাপ নিয়ে চাপ

Jalpaiguri: সাপ নিয়ে চাপ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 18, 2023 | 5:51 PM

Share

জলপাইগুড়িতে একটি কমন স্যান্ড বোয়া ( বেলে বোড়া) প্রজাতির সাপ উদ্ধার হয়েছে। বন দপ্তর সুত্রে জানা গেছে এই সাপটি শিডিউল ১ স্পেসিসের। এর বাসস্থান সাধারণত দক্ষিন বঙ্গে। এই সাপটিকে যদি উত্তরবঙ্গে কোথাও ছেড়ে দেওয়া হয় তবে সাপটি উপযুক্ত পরিবেশ না পেয়ে মারা যেতে পারে।

জলপাইগুড়িতে একটি কমন স্যান্ড বোয়া ( বেলে বোড়া) প্রজাতির সাপ উদ্ধার হয়েছে। বন দপ্তর সুত্রে জানা গেছে এই সাপটি শিডিউল ১ স্পেসিসের। এর বাসস্থান সাধারণত দক্ষিন বঙ্গে। এই সাপটিকে যদি উত্তরবঙ্গে কোথাও ছেড়ে দেওয়া হয় তবে সাপটি উপযুক্ত পরিবেশ না পেয়ে মারা যেতে পারে। তাই এই সাপটিকে কোথায় ও কিভাবে পুনর্বাসন করা হবে তা জানতে অরন্য ভবনের দারস্থ হতে চলেছেন বনকর্তারা

যে ভাবে উদ্ধার হোলো বেলে বোড়া সাপটি

সোমবার বিকেলে জলপাইগুড়ি শহর সংলগ্ন টোপামারি এলাকায় নির্মীয়মান বাড়িতে একটি সাপ দেখতে পেয়ে ঘাবরে যান স্থানীয় বাসিন্দারা। তারা ভেবেছিলেন অজগর সাপের ছানা। তাই তারা সাথে সাথে গ্রীন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাসকে খবর দেন। খবর পেয়ে ছুটে যান অঙ্কুর বাবু। সেখানে গিয়ে জানতে পারেন ওই বাড়িতে এদিন শৌচালয় নির্মানের জন্য একটি প্যান কিনে আনা হয়। সেটি ফিটিং করার কথা ছিল। কিন্তু খড়ে মোড়া সেই প্যান খুলতেই সাপটির দেখা মেলে। আতঙ্কেই মিস্ত্রিদের আত্মারাম খাচা হয়ে গিয়ে তারা চিতকার করতে থাকেন। কর্মরত মিস্ত্রিদের অনুমান ছিল সেটি অজগরের বাচ্চা। কিন্তু উদ্ধারের পর দেখা যায় এটি বালি বোরা সাপ। রাজমিস্ত্রী সইদুল ইসলাম বলেন আমরা প্যান টি নিয়ে আসার পর দেখতে পাই খড়ের ফাঁক থেকে মুখ বের করে জিভ নাড়ছে সাপটি। আমরা আর সময় নষ্ট না করে অঙ্কুর দাসকে খবর দেই।তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। অঙ্কুর দাস বলেন প্রথমে আমাদের কাছে খবর আসে অজগর সাপ পাওয়া গেছে। এরপর আমরা যাই। প্রথমে সাপটিকে দেখে বোঝা যাচ্ছিলো না সেটি কি প্রজাতির সাপ।উদ্ধারের পর দেখা গেলো এটি কমন স্যান্ড বোয়া (বালি বোড়া) প্রজাতির সাপ। শেষপর্যন্ত সাপটিকে গতকাল রাতেই বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ADFO জন্মেঞ্জয় পাল জানিয়েছেন এটি একটি বেলে বোড়া প্রজাতির সাপ। উদ্ধারের পর সাপটি সুস্থ আছে। আপাতত বনদপ্তরের হেফাজতে রয়েছে। তবে এই জাতীয় সাপের বাসস্থান সাধারণত দক্ষিনবঙ্গে। তাই এই সাপটির পুনর্বাসন কোথায় করা হবে তা জানতে আমাদের বিভাগীয় আধিকারিক অরন্য ভবনে চিঠি দিচ্ছেন।সেখান থেকে যেমন নির্দেশ আসবে তেমনভাবে সাপটিকে আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।