Murshidabad Murder: তৃণমূলের অত্যাচারে গ্রামছাড়া, ফিরতেই কুপিয়ে খুন
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের পাতলাটোলা গ্রামে চরম রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, লোকসভা নির্বাচনে এলাকার একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়ার পর থেকে পাতলাটোলার বেশ কয়েকটি পরিবার তৃণমূলের আগ্রাসনের শিকার হয় এবং ঘর ছাড়তে বাধ্য হয়। সম্প্রতি ইদ উপলক্ষে […]
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের পাতলাটোলা গ্রামে চরম রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, লোকসভা নির্বাচনে এলাকার একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়ার পর থেকে পাতলাটোলার বেশ কয়েকটি পরিবার তৃণমূলের আগ্রাসনের শিকার হয় এবং ঘর ছাড়তে বাধ্য হয়। সম্প্রতি ইদ উপলক্ষে কয়েকটি পরিবার বাড়ি ফিরেছে। এই পরিবারেরই সদস্য ৫২ বছর বয়সী বাবলু শেখ সোমবার বিকেলে চায়ের দোকানে বসেছিলেন। সেইসময় আচমকা এক বা একাধিক ব্যক্তি রড দিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত হওয়ার পর বাবলুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় তৃণমূলের উপপ্রধান তারু শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। বাবলুর পরিবার ন্যায়বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
দেখুন ভিডিয়ো।