Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest Man Of Pakistan: পাকিস্তানি কোটিপতির তুলনা আম্বানির সঙ্গে

Richest Man Of Pakistan: পাকিস্তানি কোটিপতির তুলনা আম্বানির সঙ্গে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 12, 2023 | 3:36 PM

তীব্র আর্থিক সমস্যায় জেরবার পাকিস্তান। তারমধ্যেই খবরের শিরোনামে এসেছেন এক পাক শিল্পপতি। পাক নেটিজেনরা তাঁর তুলনা টেনেছেন আম্বানি পরিবারের সঙ্গে। ওই শিল্পপতির নাম শাহিদ খান। শাহিদের পুত্র টোনি ও মেয়ে শান্না। পাকিস্তানের গুটিকয়েক কোটিপতির মধ্যে অন্যতম শাহিদ খান। এই শিল্পপতির জীবনযাপন ও জনহিতৈষী মূলক কাজ নেটিিজেনদের চর্চায় থাকে।

তীব্র আর্থিক সমস্যায় জেরবার পাকিস্তান। তারমধ্যেই খবরের শিরোনামে এসেছেন এক পাক শিল্পপতি। পাক নেটিজেনরা তাঁর তুলনা টেনেছেন আম্বানি পরিবারের সঙ্গে। ওই শিল্পপতির নাম শাহিদ খান। শাহিদের পুত্র টোনি ও মেয়ে শান্না। পাকিস্তানের গুটিকয়েক কোটিপতির মধ্যে অন্যতম শাহিদ খান। এই শিল্পপতির জীবনযাপন ও জনহিতৈষী মূলক কাজ নেটিিজেনদের চর্চায় থাকে। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৯,৫৯৮ কোটি। মার্কিন মুলকের এনএফএলে জ্যাকসনভিল জাগুয়ার দলের মালিক শাহিদ খান।

প্রিমিয়ার লিগে ফুলহ্যাম এফসির মালিক শাহিদ খান। খেলাধুলায় বিনিয়োগ থেকে আসে বিপুল পরিমাণ অর্থ। শাহিদ খানের এই ব্যবসার দেখভাল করেন তার ছেলে টোনি। শাহিদ খানের বিনিয়োগ রয়েছে কুস্তিতেও। মেয়ে সান্না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করেন। এই কাজের জন্য তিনি তৈরি করেছেন জাগুয়ার ফাউন্ডেশন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ মিলিয়ন মার্কিন ডলার বা ১৬৬.৩৩ কোটি। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও এই পরিবার থাকেন মার্কিন মুলুকেই। তবে পাক নেটিজেনরা যাই বলুন মুকেশ আম্বানি বা তাঁর সন্তানদের সম্পত্তির ধারে কাছেও আসে না শাহিদ খানের সম্পত্তি।