দামাল রেমালের জন্য সবকিছু ভেস্তে গিয়েছে অভিনেত্রীর
অনেক পরিকল্পনা ছিল টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর। কিন্তু রেমালের দামালপনার জন্য সবকিছু ভেস্তে গিয়েছে অভিনেত্রীর। ইউএসএ যাওয়ার কথা ছিল। বিমান বাতিল হয়েছে তাঁর কলকাতার বিমান।
মন কাঁদছে অমিতাভের
রবিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৪ ফাইনালে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর কাছে একপ্রকার গো হারা হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদ। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তার ব্লগে স্বীকার করেছেন যে এসআরএইচের মালিক কাব্য মারানের জন্য তাঁর মন খারাপ। কাব্যর কান্না দেখে দ্রব হয়েছে বিগবি-র মনও।
গুজরাটের পর এবার ইউরোপে
রিলায়েন্সের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টেরদ্বিতীয় প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান উদযাপন করতে ইতালিতে যাচ্ছেন। সূত্রের খবর এমনটাই। গত বারের মত এবারেও অতিথি তালিকায় থাকবে গোটা বলিউড। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন সলমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিংসহ অন্যান্য।
গোপনে দ্বিতীয় বিয়ে?
ফের বিয়ের পিঁড়িতে বিগবস বিজয়ী মুনাওয়ার শেখ? ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, “মুনাওয়ার বিয়ে করেছে। এই বিষয়গুলি ও গোপন রাখতে চায়। এই জন্য বিয়ের কোনও ছবিও দেখতে পাবেন না। দম্পতির খুব ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে।”
রেমালে ঋতুপর্ণার ক্ষতি
অনেক পরিকল্পনা ছিল টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর। কিন্তু রেমালের দামালপনার জন্য সবকিছু ভেস্তে গিয়েছে অভিনেত্রীর। ইউএসএ যাওয়ার কথা ছিল। বিমান বাতিল হয়েছে তাঁর কলকাতার বিমান।
ডবল ইউনিট নিয়ে কাজ সিরিয়াল পাড়ায়
রেমালের দাপট। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে শুটিংয়ে আসা অসুবিধা। তাই শনিবার রাত থেকেই ডবল ইউনিট নিয়ে কাজ হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘তুমি আসে পাশে থাকলে’ সিরিয়ালের। পর্যাপ্ত ব্যাঙ্কিং করে রাখা হয়েছে আগামী দু’দিনের জন্য। রবিবার এবং সোমবার ছুটি দেওয়া হয়েছে।
রেমালে রোম্যান্স নীল-তৃণার
বাইরে তখন জানান দিচ্ছে রেমাল ঘূর্ণিঝড়। বাড়িতেই বসে আইপিএলের ফাইনাল ম্যাচ দেখলেন অভিনেতা দম্পতি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। খেলেন বিরিয়ানি। তাঁদের যাওয়ার পরিকল্পনা ছিল আহমেদাবাদে। দেখার ইচ্ছা ছিল কেকেআর বনাম সানসাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচ।
কী লিখলেন মিমি?
হরিনাভিতে সায়নী ঘোষের হয়ে প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, ‘আমার প্রার্থী সায়নী। সায়নীকে দিয়েছি এই কারণে, যে আগের বার আপনারা অতটা সার্ভিস পাননি।’ নাম না করেই টেনেছিলেন যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীর ‘অক্ষমতার’ প্রসঙ্গ। এ নিয়ে মিমির প্রতিক্রিয়া জানতে চেয়েও পাওয়া যায়নি। তবে মমতার বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই সামাজিক মাধ্যমে ফিরে এলেন মিমি। তিনি ঘুরতে গিয়েছেন পাহাড়ে। যেখানে তাঁর পায়ে চেপে বসে আছে রক্তখেকো জোঁক। মিমির বক্তব্য, ‘জাস্ট মাউন্টেন থিংস’।
বৃষ্টি মাথায় নিয়ে শুট
সতর্কতা জারি ছিল আগে থেকেই। ধেয়ে আসছে রেমাল। নির্দিষ্ট সময় মেনেই তা রবিবার রাতে তাণ্ডব চালায়। যার জন্য বন্ধ থাকে স্টুডিয়ো পাড়া। তবে সবক্ষেত্রে নয়। সোমবার কোনও কোনও ধারাবাহিকের শুটিং চলল বৃষ্টি মাথায় নিয়েই। কার কাছে কই মনের কথা, জগদ্ধাত্রীর মতো সিরিয়ালে দেখা গেল লাইট-ক্যামেরা। মিলল না ছুটি।
ঝড়ের রাতে কী করলেন নবনীতা?
বৃষ্টির রাতে সকলের নজর যখন খবরে, তখন মনের আনন্দ পরিবারের সকলকে নিয়ে ভাল সময় কাটালেন অভিনেত্রী নবনীতা দাস। নিজে হাতে মাংস রান্না করে খাওয়ালেন মা-বাবা আর ঠাকুমাকে। আনন্দ করে বললেন, ডায়েটের জন্য রেডমিট খাই না। তবে অনেকদিন পর বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম।