Basirhat News:  রায়মঙ্গল নদী বাঁধে ভাঙন!

Basirhat News: রায়মঙ্গল নদী বাঁধে ভাঙন!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 04, 2023 | 5:54 PM

ভাঙন রায়মঙ্গল নদী বাঁধে। বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুরের ঘটনা। পূর্ণিমার ভরা কোটালের পর জোয়ারে নদীর জলস্তর বেড়ে গিয়ে রায়মঙ্গল ও কলাগাছি নদীর সংযোগস্থলে নদী বাঁধে ভাঙন।

ভাঙন রায়মঙ্গল নদী বাঁধে। বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুরের ঘটনা। পূর্ণিমার ভরা কোটালের পর জোয়ারে নদীর জলস্তর বেড়ে গিয়ে রায়মঙ্গল ও কলাগাছি নদীর সংযোগস্থলে নদী বাঁধে ভাঙন। নদীর বাঁধ ভেঙে চলে যাচ্ছে রায়মঙ্গল ও কলাগাছি নদীতে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্কিত সুন্দরবনের প্রত‍্যন্ত এলাকার মানুষ। রায়মঙ্গল ও কলাগাছি নদীর তীরে আতাপুর, কোড়াকাটি ও মনিপুরী সহ একাধিক গ্রাম রয়েছে। পূর্ণিমার ভরা কোটালে নদীর জলস্তরে ধ্বসে গিয়ে প্রায় ১০০ ফুট নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। এদিন সকালে কিছু গ্রামবাসী ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল, হঠাৎই তারা নদী বাঁধে ধ্বস নামতে দেখে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। প্রাথমিক অনুমান, নদীর জল স্তর বেড়ে গিয়ে হঠাৎই ধ্বস নামতে শুরু করে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের উদ্যোগে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।