Gangarampur Flood News: ডুবছে গঙ্গারামপুর

দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি নদীতে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে উপর দিয়ে জল বইছে৷ গঙ্গারামপুর ব্লকের পুনর্ভবা নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাওয়ার কারণে শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় নদী বাঁধ ভেঙে গেছে।

Gangarampur Flood News: ডুবছে গঙ্গারামপুর
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 6:52 PM

দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি নদীতে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে উপর দিয়ে জল বইছে৷ গঙ্গারামপুর ব্লকের পুনর্ভবা নদীর জল বিপদসীমার উপর দিয়ে যাওয়ার কারণে শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় নদী বাঁধ ভেঙে গেছে। সোমবার সকালেই নদী বাঁধ ভেঙে গেছে৷ এদিকে নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে গোটা এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বিষয়টি জানতে পেরেই এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুরের বিডিও দেওয়া শেরপা সহ ব্লক প্রশাসন ও গঙ্গারামপুর থানার পুলিশ।

এদিকে নদী বাঁধ ভাঙেছে প্রশাসনের ব্যর্থতার কারণেই বলেই দাবি স্থানীয়দের৷ এদিকে নদী বাঁধ ভাঙার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুধু নদী বাঁধ নয় তার উপর থাকা কংক্রিটের ঢালাই রাস্তাটিও ভেঙে যায়। প্রসঙ্গত, গত চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। যার কারণে গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর জল ফুলে ফেটে উঠেছে। এরই মাঝে গতকাল গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে নদী বাঁধে ফাটল দেখা যায়।

সোমবার সকালে নদীর জল বাড়তেই সেই বাঁধ ভেঙে যায়৷ এর পরই এলাকার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এলাকায় ডুবে গেছে ধানক্ষেত সহ সবজি৷ পুরো বিষয়ের উপর নজর রাখা হচ্ছে বলে জেলা প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে।

Follow Us: