Bankura Accident News: ডাম্পার-লরির মুখোমুখি সংঘর্ষ!
ডাম্পারের সাথে লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হলেন দুই গাড়িরই চালক ও খালাসিরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অমরকাননের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ চিকিৎসার জন্য প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।
ডাম্পারের সাথে লরির মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হলেন দুই গাড়িরই চালক ও খালাসিরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অমরকাননের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ চিকিৎসার জন্য প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বাঁকুড়ার দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে একটি ছ’চাকা লরি রানীগঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। অমরকাননের কাছাকাছি আসতেই ছ’চাকা লরিকে মুখোমুখি ধাক্কা মারে বেপরোয়া ডাম্পারটি। দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছেন দুটি গাড়ির চালক ও খালাসি মিলিয়ে চার জন।
Latest Videos