Uttarpara News: ছিনতাইয়ের নয়া কায়দা!
আবার ছিনতাই উত্তরপাড়ায়! এবার এক প্রৌঢ়কে মারধোর করে তার কাছ থেকে সোনার হার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ।উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতালের কাছে সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
আবার ছিনতাই উত্তরপাড়ায়! এবার এক প্রৌঢ়কে মারধোর করে তার কাছ থেকে সোনার হার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ।উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতালের কাছে সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।প্রৌঢ় জানান তিনি উত্তরপাড়া স্টেশনের দিক থেকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন রাজবাড়ির দিকে।তাকে পিছন থেকে ডেকে দাঁড়াতে বলে।পুলিশ পরিচয় দিয়ে তাকে থামায় তিনজন।বলে,সোনার জিনিস পরে বাইরে বেরোতে নেই।এরপর গলার হার আংটি খুলে প্রৌঢ় একটা কাগজে মুড়িয়ে রাখে।সেই মোড়ক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দিতে যান প্রৌঢ়,তাকে মারধোর করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।প্রৌঢ় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।প্রৌঢ় দুর্যোধন বিশ্বাস বলেন,পুলিশ পরিচয় দিয়ে আমাকে আটকে একটা সোনার চেন আর দুটো আংটি নিয়ে নেয় ছিনাতাইকারীরা।একটা বাইকে এসেছিল তারা।সকালে প্রাতঃভ্রমণ করব বলে বেড়িয়েছিলাম।এরকম আগে কখনো হয়নি।নিরাপত্তা হীনতার ভয় পাচ্ছি।পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। বিগত কয়েক মাসে একাধিক চুরি ছিনতাই এর অভিযোগ জমা পড়েছে উত্তরপাড়া থানায়।ফুল তুলতে গেলে বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে যাওয়া,ডিম ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যাওয়া দুষ্কৃতিরা অপরাধ করেছে মূলত ভোরে বা সকালের দিকে।।