Rohingya: বারুইপুরে রোহিঙ্গা গ্রাম! ৩৩০ রোহিঙ্গা উধাও…কী হল?
একসময় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিংয়ের দুই প্রান্তে ছিল রোহিঙ্গাদের অস্থায়ী বসবাস। পশ্চিম হাড়দহ ও মাখালতলা মিলিয়ে প্রায় ৩৩০ জন রোহিঙ্গা পরিবার ঘর, রান্নাঘর, শৌচালয়-সহ সব রকম সুযোগ নিয়ে দিব্যি বসবাস করছিলেন। স্থানীয়ভাবে সেই জায়গা পরিচিতিও পেয়েছিল ‘রোহিঙ্গা ল্যান্ড’ নামে। এই আশ্রয়ের পিছনে ছিল ‘দেশ বাঁচাও সামাজিক কমিটি’র ভূমিকা। সম্পাদকের দাবি, দিল্লি থেকে শরণার্থী […]
একসময় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিংয়ের দুই প্রান্তে ছিল রোহিঙ্গাদের অস্থায়ী বসবাস। পশ্চিম হাড়দহ ও মাখালতলা মিলিয়ে প্রায় ৩৩০ জন রোহিঙ্গা পরিবার ঘর, রান্নাঘর, শৌচালয়-সহ সব রকম সুযোগ নিয়ে দিব্যি বসবাস করছিলেন। স্থানীয়ভাবে সেই জায়গা পরিচিতিও পেয়েছিল ‘রোহিঙ্গা ল্যান্ড’ নামে।
এই আশ্রয়ের পিছনে ছিল ‘দেশ বাঁচাও সামাজিক কমিটি’র ভূমিকা। সম্পাদকের দাবি, দিল্লি থেকে শরণার্থী কার্ড নিয়ে মানবিক কারণে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এখন সেখানে আর কাউকে দেখা যায় না। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অনুমতি না থাকায় কোনওরকম সহযোগিতা করা হয়নি। কয়েক দিনের মধ্যেই এলাকা ছেড়ে চলে যান অনেকেই।
তবে হঠাৎ এতজন কোথায় চলে গেলেন? কেউ বলছেন, বাংলাদেশে ফিরে গিয়েছেন। কেউ বলছেন, দিল্লি বা হরিয়ানায় চলে গিয়েছেন।
কিন্তু আসল সত্যি কী?
দেখুন ভিডিও।