আবার বিস্ফোরক রুদ্রনীল ঘোষ, লিখলেন নতুন কবিতা
Rudranil Ghosh: টিভি নাইন বাংলা ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে রুদ্রনীল শোনালেন কবিতা। কবিতার প্রতিটি লাইনে শাসক দলকে আক্রমণ। প্রসঙ্গত, লকডাউনের সময়, 'দাদা আমি সাতে পাঁচে থাকি না' কবিতা লিখেছিলেন অভিনেতা।
প্রীতম দে
কলকাতা: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পাননি অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর দল বিজেপি। তাই নেমন্তন্ন পেলেন না, দাবি রুদ্রনীলের। কলকাতায় শুরু হওয়া ফিল্ম উৎসব নিয়ে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ অভিনেতা-নেতার। রাজ্যে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, তখন ফিল্ম ফেস্টিভ্যাল না করলে কী এসে যেত? প্রশ্ন রুদ্রনীলের। টিভি নাইন বাংলা ডিজিটালকে একান্ত সাক্ষাৎকারে রুদ্রনীল শোনালেন কবিতা। কবিতার প্রতিটি লাইনে শাসক দলকে আক্রমণ। প্রসঙ্গত, লকডাউনের সময়, ‘দাদা আমি সাতে পাঁচে থাকি না’ কবিতা লিখেছিলেন অভিনেতা। তুমুল ভাইরাল হয়েছিল সেইসময়ে। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কলম ধরেছেন রুদ্রনীল ঘোষ। ফের একবার, কলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কবিতা লিখলেন অভিনেতা-নেতা।
Latest Videos