Panchayat Election 2023: শাসকের বিরুদ্ধে রুদ্রনীলের ‘বৃষ্টি’ কবিতা
বীরভূমের মহঃ বাজারের সেকেড্ডা গ্রামে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে এলো টান , চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান । পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে তৃণমূলকে কবিতার ভাষায় আক্রমণ অভিনেতা রুদ্রনীল ঘোষের। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে এদিন প্রচার করতে আসে রাজ্য বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ চাঁদা এলাকার থেকে গাড়াপোতা পর্যন্ত প্রার্থীদের সঙ্গে নিয়ে রোড শো এর মাধ্যমে প্রচার করেন তিনি ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেন চোর তাড়াতে বেরিয়েছি সবাই পশ্চিমবঙ্গের মানুষ যাতে বউ বাচ্চা নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকতে পারে । পঞ্চায়েতের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ , আবাস যোজনা , রাস্তার বাকি যা যা প্রকল্প হোক যে টাকা পাঠাচ্ছে তা চুরি হয়ে যাচ্ছে । যাতে চুরি না হয় শুধু বিজেপির টাকা নয় তৃণমূলের টাকাও তৃণমূল চুরি করছে । আমরা টুকে ফাস্ট হতে চাই না আমরা ভালো ফলাফল করতে চাই ।

