Bharati Ghosh: শাসকদল তার নেতাকে বাঁচানোর চেষ্টা করছে: ভারতী ঘোষ
অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিয়ো বিতর্ক এখনও অব্যাহত। হাওড়ায় মহিলাদের বিক্ষোভের পর এবার তৃণমূলকে নিশানায় বিঁধলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেছেন, “শাসক দল তৃণমূল আড়াল করার চেষ্টা করছে তাদের নেতাকে।” পাশাপাশি সরকারি পুলিশের ভূমিকাকেও নিয়ে তীব্র বিরোধিতা করেন তিনি। এদিকে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশি তৎপরতা নিয়ে বিজেপি তীব্র সমালোচনা করছে। মোবাইল ডিভাইস বাজেয়াপ্ত না করে […]
অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিয়ো বিতর্ক এখনও অব্যাহত। হাওড়ায় মহিলাদের বিক্ষোভের পর এবার তৃণমূলকে নিশানায় বিঁধলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তিনি বলেছেন, “শাসক দল তৃণমূল আড়াল করার চেষ্টা করছে তাদের নেতাকে।” পাশাপাশি সরকারি পুলিশের ভূমিকাকেও নিয়ে তীব্র বিরোধিতা করেন তিনি।
এদিকে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশি তৎপরতা নিয়ে বিজেপি তীব্র সমালোচনা করছে। মোবাইল ডিভাইস বাজেয়াপ্ত না করে বোলপুর থানার আইসিসহ কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ তারা তোলেন। মহম্মদ সেলিম একেবারে বলেন, “যখন তৃণমূল সমস্যায় পরে তখনই পুলিশ ডিভাইসগুলোকে বাজেয়াপ্ত করে… বিজেপি অথবা তৃণমূলের ছত্রছায়ায় থাকলে সব অপরাধী অনুব্রত হতে পারে… এটাই মোরাল অফ দা স্টোরি।”
এই সব নিয়ে রাজনৈতিক উত্তাপ বজায়—আর তৃণমূল- বিজেপির পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই সর্বোচ্চ নজর উঠেছে কলকাতা ও হাওড়ার পরিস্থিতিতে।
আর কী বললেন ভারতী ঘোষ? দেখুন ভিডিয়ো।