Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rupa Ganguly News: ধারাবাহিকে দীর্ঘদিন বাদে ফিরেও সিরিয়াল ছাড়লেন রূপা

Rupa Ganguly News: ধারাবাহিকে দীর্ঘদিন বাদে ফিরেও সিরিয়াল ছাড়লেন রূপা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 05, 2023 | 9:05 PM

খবরটা যেন এখনও বিশ্বাসই হচ্ছে না নেটিজেনদের। যে ধারাবাহিকের মধ্যে দিয়ে কামব্যাক করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সেই ধারাবাহিকই মাঝপথে ছেড়ে দিলেন তিনি। বদলে দেখা যাবে অনুশ্রী দাসকে। কিন্তু কেন? শোনা যাচ্ছে, নির্মাতাদের সঙ্গে মতের অমিল হওয়ার জন্যই নাকি এমনটা করেছেন শিল্পী।

মুখে হাসি নেই কোহলির
সম্প্রতি গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়িয়ে শিরোনামে কিং কোহলি। তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন অধিনায়ক। এরই মাঝে স্ত্রী অনুষ্কাকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেন কোহলি। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। এবার সোশ্যাল মিডিয়ায় ফের অনুষ্কার সঙ্গে ছবি শেয়ার করছেন বিরাট। তবে মুখে হাসি নেই কিং-এর। চিন্তায় রয়েছেন তিনি? গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। ছবির নীচে ফুটে উঠেছে ফ্যানেদের উদ্বেগ।

কবে মা হতে চান ক্যাট?
বলিউডের অন্দরে নতুন গুঞ্জন। মা হতে চলেছেন ক্যাটরিনা? এই নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। বান্ধবীদের জানালেন কবে পরিবার পরিকল্পনা করছেন। কবে আসছে জুনিয়র? বান্ধবীদের ক্য়াটরিনা জানিয়েছেন, ফারহান আখতার পরিচালক ছবি ‘জি লে জ়রা’-র পরই পরিবার পরিকল্পনার কথা ভেবেছেন ভিকি -ক্যাট।

সামান্থার প্রশংসায় নাগা
দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় বছর দুই। এখনও পর্যন্ত চর্চা থামেনি তাঁদের ঘিরে। অভিনেতার পরবর্তী ছবি ‘কাস্টডি’-র সম্পর্কে কথায়-কথায় তাঁর মুখে উঠে এল সামান্থার নাম। বললেন, “ও খুব ভাল মেয়ে। জীবনের সব সুখ পাওয়ার যোগ্য় ও।”

ফের পিছোল ‘জওয়ান’ মুক্তির দিন!
শাহরুখ ফ্যানদের জন্য দুঃখের খবর! চলতি বছরের ২ জুন মুক্তি পাচ্ছে না শাহরুখ খানের ‘জওয়ান’। ছবিতে কিছু ভিএফএক্স-এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তাই সেই কাজ যাতে ভালমতো শেষ করা যায়, তার জন্যই মুক্তির তারিখ পিছোল বলে সূত্রের খবর। অগস্টের শেষের দিকেও প্রেক্ষাগৃহে আসতে পারে ‘জওয়ান’।

ফের বড় পর্দায় সুশান্ত
সুশান্ত সিং রাজপুত ফিরে আসছেন বড় পর্দায়। আগামী ১২ মে আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর সুপারহিট ছবি ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবন নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। প্রিয় অধিনায়ক ও প্রিয় অভিনেতাকে ফের দর্শকের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নির্মাতাদের।

জমজমাট সুদীপ্তা-সৌম্যর রিসেপশন
বিয়ে হয়েছিল ধুমধাম করে। বাইপাসের ধারে বসেছিল বিয়ের অনুষ্ঠান। রিসেপশন যেন সেই জাঁকজমককেও গেল খানিক ছাপিয়ে। হবে নাই বা কেন? প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর ছেলের বৌভাত বলে কথা! প্রায় আড়াই হাজার আমন্ত্রিতের সমাগমে জমজমাট সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও সৌম্য বক্সীর বৌভাতের অনুষ্ঠান। বিয়েতে ভিড় বেশি চোখে পড়েছিল টলিপাড়ার। কিন্তু রিসেপশনে হল ঠিক তার উল্টো। তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে মদন মিত্র, অরূপ বিশ্বাস থেকে জুন মালিয়া… হাজির ছিলেন সকলেই।

টিআরপিতে এগিয়ে কে?
আবারও একটা সপ্তাহ, আবারও সামনে টিআরপির তালিকা। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও দেখা গেল সেই চেনা ট্রেন্ড। এবারেও প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানেই রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্ত নম্বর ৭.৮। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। প্রাপ্ত নম্বর ৭.৪।

‘মেয়েবেলা’ ছাড়লেন রূপা
খবরটা যেন এখনও বিশ্বাসই হচ্ছে না নেটিজেনদের। যে ধারাবাহিকের মধ্যে দিয়ে কামব্যাক করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সেই ধারাবাহিকই মাঝপথে ছেড়ে দিলেন তিনি। বদলে দেখা যাবে অনুশ্রী দাসকে। কিন্তু কেন? শোনা যাচ্ছে, নির্মাতাদের সঙ্গে মতের অমিল হওয়ার জন্যই নাকি এমনটা করেছেন শিল্পী।

এবার বাংলাদেশে ‘পাঠান’
কথায় বলে, যা হয় না চারে তা হয় না চব্বিশেও। এই মিথকেই মিথ্যে প্রমাণ করে ছাড়ল শাহরুখ খানের ‘পাঠান’। ১৯৭১ সালের পর শাহরুখ খানের ছবির সূত্রে ফের কোনও বলিউডি ছবি মুক্তি পাবে বাংলাদেশে। শাহরুখ খানের ছবিকে কেন্দ্র করে এখন উন্মাদনা গোটা বাংলাদেশ জুড়ে। মুক্তির তারিখ আগামী ১২ মে।