AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: সৌরভকে বুদ্ধু বানায় সেওয়াগ সচিন

Sourav Ganguly: সৌরভকে বুদ্ধু বানায় সেওয়াগ সচিন

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 11, 2023 | 9:22 AM

Share

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ক্রিজে বিধ্বংসী ছিলেন। কিন্তু তাঁর মধ্যে ছিল একটা দুষ্টু মজাদার মানুষ। টিমমেটদের পিছনে লাগায় তাঁর জুড়ি মেলা ভার। এক সময়ে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিও পার পাননি সচিনের দুষ্টুমি থেকে। সেই ঘটনা সম্প্রতি ফাঁস করলেন বীরেন্দ্র সেওয়াগ।

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ক্রিজে বিধ্বংসী ছিলেন। কিন্তু তাঁর মধ্যে ছিল একটা দুষ্টু মজাদার মানুষ। টিমমেটদের পিছনে লাগায় তাঁর জুড়ি মেলা ভার। এক সময়ে ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিও পার পাননি সচিনের দুষ্টুমি থেকে। সেই ঘটনা সম্প্রতি ফাঁস করলেন বীরেন্দ্র সেওয়াগ। সচিন আর সেওয়াগ তখন অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সচিন ঠিক করেন ‘দাদা’ কে নিয়ে করবেন মজার প্র্যাঙ্ক। পরিকল্পনা মাফিক সৌরভ গাঙ্গুলিকে বোকা বানাতে ছক কষেন সচিন আর সেওয়াগ। একদিন সৌরভ গেছেন ওয়াশরুমে।.দরজার বাইরে সচিন আর সেওয়াগ। সেওয়াগ সচিনকে শুনিয়ে শুনিয়ে বলেন অ্যাডিডাস জার্মানির এই টি শার্ট গুলো দারুণ তাই না! সচিন বলেন সত্যিই দারুণ টিশার্ট! সচিন জানতেন কথাগুলো সৌরভের কানে যাচ্ছে। সৌরভ প্রাথমিক ভাবে কিছু বলেন না। সোজা কল করে বসেন অ্যাডিডাসের স্টোরে। বলাই বাহুল্য বিড়ম্বনায় পড়েন ক্যাপ্টেন গাঙ্গুলি। সেই জার্মান সংস্থা এখন ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তিবদ্ধ। আগামী ৫ বছর অ্যাডিডাসের তৈরি জার্সি পরে খেলবে নীল দল। বিরাট, রোহিত, হরমনপ্রীতদের গায়ে অ্যাডিডাসের লোগো । ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অ্যাডিডাসের জার্সি পরেই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

Published on: Jun 11, 2023 09:22 AM