আলিম মোল্লাদের সঙ্গে পুলিশের যোগসাজশ কতটা? প্রশ্ন সজলের
একটি বাইক দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। কিন্তু সেই বাইকে কে ছিল, তা স্পষ্ট নয়। আপাতত আলিম মোল্লার ফোন ট্র্যাক করে তাঁর অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। সে ঘটনাস্থলের কাছে ছিল কি না, সেটাও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
আলিম মোল্লাকে ছোঁয়ার চেষ্টাই করেনি পুলিশ। এমনটাই অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। তাঁর দাবি, এটা পুরো সিনেমার মতো সাজানো একটা প্লট। ন্যাজাট-কাণ্ড নিয়ে সরব হয়েছেন তিনি।
ভোলা ঘোষ ৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আবার বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন, শেখ শাহজাহান নয়, ভোলা ঘোষকে খুনের চেষ্টার পিছনে কোনও বড় মাথা কাজ করছে। সেখানেও পুলিশের যোগ থাকার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, কোনও এক আইপিএস স্তরের পুলিশ অফিসারের কথাতেই পুরো প্ল্যান সাজানো হয়েছে।

