Salman Khan: অভিনেতা হতে চাননি সলমন

বলিউডের সুপারস্টার সলমন খান নাকি অভিনেতা হতে চাননি। সলমন খান চেয়েছিলেন পরিচালক হিসেবে আমির খানকে নিয়ে একটি ছবি তৈরি করতে। সম্প্রতি সোহেল চাড্ডা একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন সলমনের এই গোপন খবর।

Salman Khan: অভিনেতা হতে চাননি সলমন
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 3:33 PM

বলিউডের সুপারস্টার সলমন খান নাকি অভিনেতা হতে চাননি। সলমন খান চেয়েছিলেন পরিচালক হিসেবে আমির খানকে নিয়ে একটি ছবি তৈরি করতে। সম্প্রতি সোহেল চাড্ডা একটি সাক্ষাৎকারে ফাঁস করেছেন সলমনের এই গোপন খবর।

সলমনের বাবা সেলিমের হাত ধরে বলিউডে এসেছেন বহু বিখ্যাত নায়ক। অথচ তাঁর ছেলেই হতে চাননি অভিনেতা! একই সময়ে বলিউডে আসেন সোহেল এবং সলমন। তখন সলমনের কাছে একটি ছবির প্রস্তাব আসে। গল্প ভাল না লাগায় তিনি সেই ছবিটি ছেড়ে দেন। সলমনের কাছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির অফার আসে। এটি তাঁর দ্বিতীয় ছবি। ছবিটির গল্প ভাল লাগে সলমনের। সেই সময়ে সল্লু সোহেলকে বলেন ‘এই ছবি চললে আমি অভিনয় করব, আর না চললে পরিচালনাই করব’। দীর্ঘদিন সলমনের কাছে একটি ছবির স্ক্রিপ্ট ছিল। তিনি আমির খানকে শোনাতে চাইছিলেন সেই স্ক্রিপ্ট। কিছুতেই আমির খানকে তা শোনাতে পারছিলেন না সলমন। রাতারাতি সুপার হিট হয় সলমন খান ও ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’। আর ফিরে তাকাতে হয়নি সলমন খানকে।

Follow Us: