Salman Khan on Radhika Merchant-Anant Ambani: রাধিকা-অনন্তকে শুভেচ্ছা জানাতে এ কী বললেন ভাইজান?

Salman Khan on Radhika Merchant-Anant Ambani: রাধিকা-অনন্তকে শুভেচ্ছা জানাতে এ কী বললেন ভাইজান?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 16, 2024 | 9:21 PM

অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রথম থেকেই হাজির ছিলেন সলমন খান। এবার দম্পতিকে শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, প্রার্থনা করি তোমরা সুখে থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন! আর তোমাদের সঙ্গে তখন নাচের অপেক্ষায় রইলাম, যখন তোমরা সবচেয়ে ভালো বাবা-মা হয়ে উঠবে।'

স্ত্রী জন্মদিনে ভিকি
ক্যাটরিনা কইফের জন্মদিনে স্ত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ভিকি কৌশল। কখনও ভ্যাকেশন মডে, কখনও আবার একান্তে তোলা সেলফি, একগুচ্ছ না দেখা ছবি এবার সামনে। সঙ্গে লিখলেন, তোমার সঙ্গে মুহূর্ত রচনা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। শুভ জন্মদিন প্রিয়।

কী বললেন সলমন?
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রথম থেকেই হাজির ছিলেন সলমন খান। এবার দম্পতিকে শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন,প্রার্থনা করি তোমরা সুখে থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন! আর তোমাদের সঙ্গে তখন নাচের অপেক্ষায় রইলাম, যখন তোমরা সবচেয়ে ভালো বাবা-মা হয়ে উঠবে।’

শ্রেয়ার অদেখা ভিডিয়ো
সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। তিন দিন ধরে চলল তাঁদের গ্র্যান্ড বিবাহ পর্ব। শ্রেয়া ঘোষাল তাঁদের পারফর্মও করেছেন। এবার প্রকাশ্যে এল গায়িকার একেবারে একটি অদেখা ভিডিয়ো। এই ভিডিয়োতে গায়িকাকে গো মাতাদের সেবা করতে দেখা যায়। যা পলকে হল ভাইরাল।

প্রথম কেমো নিয়েই কাজে ফিরলেন হিনা
দিন কয়েক আগে তাঁর স্তন ক্যানসার হওয়ার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন হিনা খান। প্রথম কেমো থেরাপিও করিয়েছেন অভিনেত্রী। তার পরপরই কাজে ফিরলেন তারকা। মাথায় উইগ পরা ভিডিয়ো শেয়ার করেছেন হিনা। লিখেছেন, “শো মাস্ট গো অন”।

পিছল কৃতির ছবির শুটিং
কিংবদন্তি বলিউড অভিনেত্রী মিনা কুমারীর বায়োপিকে অভিনয় করার কথা কৃতি শ্যাননের। ফ্যাশন ডিজ়াইনার মনীষ মালহোত্রার প্রথম পরিচালিত ছবি এটি। পিছিয়ে গেল শুটিংয়ের সময়। খবর মিলেছে, ২০২৫ সালের গোড়ার দিকে শুরু হবে ছবির শুটিং।

এই কারণে জিও ব্যবহার করেন না শ্রীলেখা
বিগত কয়েকদিন থেকে আম্বানি পরিবারের বিলাসবহুল বিয়ের ছবি ছড়িয়ে নেটপাড়ায। তা দেখে বিরক্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি সাফ জানিয়েছেন, এই কারণেই তিনি আম্বানিদের কোম্পানির জিও সিম ব্যবহার করেন না। যে দেশে এত অভাব, এত অনাহার, সেই দেশে এত বৈভব প্রদর্শনকে ধিক্কার জানিয়েছেন স্পষ্টবক্তা শ্রীলেখা।

পাটায়ায় গিয়ে কাকে প্রোপোজ় করলেন দিব্যজ্যোতি?
দিন কয়েক আগে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন দিব্যজ্যোতি দত্ত। গিয়েছিলেন পাটায়ার সমুদ্র সৈকতে। রাতের বেলায় সৈকতের বালিতে হৃদয় একে ভালবাসার কথা জানিয়েছেন অভিনেতা। দিব্যজ্যোতি তাতে লিখেছেন ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালে ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি। ধারাবাহিকের প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন অভিনেতা।

বিমান বন্দরে কার সঙ্গে দেখা পরমব্রতর?
মার্কিন মুলুকে আয়োজিত এনএবিসিতে সস্ত্রীক গিয়েছিলেন বাঙালি অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। ফেরার দিন শিকাগো বিমানবন্দরে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা পরমব্রতর। তাঁর সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন তিনি। সেলফি তুলতে দেওয়ার জন্য ওয়াসিমকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন পরমব্রত।

কোথায় শুভশ্রী?
বরাবরই শুভশ্রী গঙ্গোপাধ্যায় জগন্নাথ ভক্ত। তাই উল্টোরথে এবার পরিবারকে নিয়ে পাড়ি দিয়েছেন পুরীতে। সেখানেই কাটছে এখন বাবলির পারিবারিক সময়। সমুদ্র সৈকতে খেলায় মত্ত ছোট্ট ইউভান। সঙ্গে রয়েছেন রাজ চক্রবর্তী ও তাঁদের কন্যা সন্তান ইয়ালিনিও।

Published on: Jul 16, 2024 09:18 PM