AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan In East Bengal Club: ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সেলিব্রেশন, কলকাতায় আসতে পারেন সলমন

Salman Khan In East Bengal Club: ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সেলিব্রেশন, কলকাতায় আসতে পারেন সলমন

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 30, 2023 | 5:03 PM

Share

East Bengal Club: ২০২২-এর শেষে থেকেই একের পর এক দিন পাল্টানো হয়েছে, তবুও ভাইজানের দেখা মিলছে না কলকাতায়। তবে খবর, ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সেলিব্রেশন, কলকাতায় আসতে পারেন সলমন।

২০২২-এর শেষে থেকেই একের পর এক দিন পাল্টানো হয়েছে, তবুও ভাইজানের দেখা মিলছে না কলকাতায়। তবে কি তিনি কলকাতায় আসছেন না? হত্যার হুমকি পেয়েছিলেন ভাইজান। কয়েক দিন আগে হুমকি ইমেল পাঠানো হয়েছে সলমন খানকে। নেপথ্যে আবারও সেই একই ব্যক্তি ও তার সাঙ্গপাঙ্গরা। পুলিশ সূত্রে খবর, অভিনেতার অফিসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর দলবলের তরফে একটি ইমেল করা হয়েছে। তাতে লেখা, লরেন্সের ঘনিষ্ঠ বন্ধু ক্যানাডার ধুরন্ধর দুষ্কৃতি গোল্ডি ব্রার সুপারস্টারের সঙ্গে কথা বলতে চায়। পঞ্জাবি গায়ক ও রাজনৈতিক নেতা সিধু মুসেওয়ালা খুনেও মূল চক্রী এই লরেন্স ও গোল্ডি। শুধু তাই নয়,সলমনকে হাজতে বসে খুনের হুমকিও দিয়েছে এই লরেন্স। সেই কারণেই নিরাপত্তার বিষয় সচেতন করা হয়েছিল ভাইজানকে। চলতি বছরে এপ্রিল মাসে সলমন খানের কলকাতায় আসার কথা ছিল। তারপরই খবর রটে যায় তিনি নাকি কলকাতা সফর বাতিল করেছেন। এরপরই মেলে সুখবর, তিনি তাঁর কলকাতা সফর বাতিল করেননি, কেবল স্থগিত করেছেন। মে মাসেই কলকাতায় আসবেন সলমন, এবার মিলল আরও এক খবর। সম্ভাব্য ১৩ মে কলকাতায় আসছেন তিনি। উপলক্ষ্য ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সেলিব্রেশন। ২০২০ সালেই শুরু হয় সেলিব্রেশন,বর্তমানে এই ক্লাবের বয়স ১০২ বছর,তবে শতবর্ষের উদযাপন এখনও চলছে রমরমিয়ে। সেই কারণেই ক্লাবে এবার আসতে চলেছেন সলমন খান। তবে হত্যার হুমকি যেহেতু তিনি পেয়েছেন,তাই নিরাপত্তার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে।