Tiger 3 Teaser: 'টাইগার ৩'-এর টিজারে কী বললেন ভাইজান?

Tiger 3 Teaser: ‘টাইগার ৩’-এর টিজারে কী বললেন ভাইজান?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 27, 2023 | 11:01 PM

অবশেষে মুক্তি পেয়েছে 'টাইগার ৩'-এর টিজার। এখানেই নিজেকে গদ্দার বলে দাবি করছেন ভাইজান? দেশের মানুষের কাছে নিজের ক্যারেক্টর সার্টিফিকেট চাইছেন তিনি। কিন্তু কেন? জানতে হলে অপেক্ষা করতে হবে ১০ নভেম্বর অবধি।

ভাইজান গদ্দার?
অবশেষে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’-এর টিজার। এখানেই নিজেকে গদ্দার বলে দাবি করছেন ভাইজান? দেশের মানুষের কাছে নিজের ক্যারেক্টর সার্টিফিকেট চাইছেন তিনি। কিন্তু কেন? জানতে হলে অপেক্ষা করতে হবে ১০ নভেম্বর অবধি।

নতুন ফন্দি আঁটলেন শাহরুখ
এখনও থামেনি ‘জওয়ান’ ঝড়। ১৮ দিনের মধ্যেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখ খান অভিনীত এই ছবি। তবে এবার পাখির চোখ, আসন্ন ছবি ‘ডাঙ্কি’-তে। ২২ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ছবিখানা। আর রাজকুমার হিরানির পরিচালনায় ছবিখানা বিশ্ববাজারে মুক্তি পাবে ভারতে মুক্তির ১ দিন আগে।

প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার
প্রয়াত সত্যজিতের রায়ের সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। বুধবার বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাসভবনেই প্রয়াণ ঘটে তাঁর। সৌমেন্দুর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং তাঁর ছাত্রছাত্রীরা।

বিয়ের পিঁড়িতে কঙ্গনা রানাওয়াত?
ফের সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন কঙ্গনা রানাওয়াত। সাফ জানালেন, ২০২৪-এর এপ্রিল মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্র ব্যবসায়ী। বাগদান পর্ব সারার কয়েক মাস পরই সারবেন বিয়ে।

হাত ভর্তি কালশিটে, কী হয়েছে দিব্যাঙ্কার?
সোশ্যাল মিডিয়ায় হাত ভর্তি কালশিটের ছবি পোস্ট করে,অনুরাগীদের চিন্তা বাড়িয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী। কী হয়েছে তাঁর? উদ্বেগ ভক্তমনে। তবে চিন্তার কারণ নেই। এ ছবি আগের। ‘খতরো কে খিলাড়ি’ সিজন ১১-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এক স্টান্ট করতে গিয়ে এই চোট পান। এবার সেসব দিনের স্মৃতি হাতড়াতে গিয়েই খুঁজে পেয়েছেন এই ছবি। আর তাই শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

রানি ভক্তদের জন্য খারাপ খবর
‘বিগবস ওটিটি-২’-এর ঘর থেকেই দর্শকদের মন জিতে নিয়েছেন মনীষা রানি। সাধারণত বিগবস ওটিটির দ্বিতীয়,তৃতীয় স্থানে যাঁরা থাকেন তাঁরা পরবর্তীতে বিগ বস এর টেলিভিশন ভার্সনে অংশ নেন। তাই ধরে নেওয়া হচ্ছিল বিগ বস ১৭-তেও এ অংশ নেবেন মনীষা। তবে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বিগ বসের জন্য খোলা নেই তাঁর দরজা।

ফিরছেন জুন আন্টি?
প্রায় সবসময়ই চর্চায় থাকেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। ফের ছোট পর্দায় ফিরছেন তিনি। এবার কালার্স বাংলার বহুল চর্চিত ধারাবাহিক টুম্পা অটোওয়ালিতে দেখা যাবে তাঁকে।

একসময় লজেন্স বিক্রি করেছেন সুদীপা বসু
বাংলার নাট্য মঞ্চের অন্যতম দাপুটে অভিনেত্রীর নাম সুদীপা বসু। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে এখনও কাজ করে চলেছেন তিনি। কলেজে হাত খরচ চালানোর জন্য লজেন্সও বিক্রি করেছিলেন অভিনেত্রী, দরজায়-দরজায় গিয়ে সেল্সম্যানের চাকরিও করেছেন।

মিঠুনের মতো হতে চেয়েছিলেন বিশ্বনাথ
বিশ্বনাথ বসু, টলিউডে যাঁর পরিচিতি কম নয়। জন্মভিটে বসিরহাট। গ্রামের বাড়িতে বড় হন বিশ্বনাথ। মনের মধ্যে জেদ ছিল একদিন কলকাতায় এসে প্রতিষ্ঠিত হবেনই। অভিনয় করে সকলের মনে জয় করে নেবেনই। কিছু না থাকা সত্ত্বেও মুম্বইয়ের মত জায়গায় যদি বাংলার গৌরাঙ্গ, অর্থাৎ, মিঠুন চক্রবর্তী প্রতিষ্ঠা পেতে পারেন, তা হলে তিনিও পারবেন।