Salman Khan Controversy: 'বউ নায়িকা হলে,ওর অভিনয় ছাড়িয়ে দেব'

Salman Khan Controversy: ‘বউ নায়িকা হলে,ওর অভিনয় ছাড়িয়ে দেব’

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 29, 2023 | 1:59 PM

সলমনের জীবনে প্রেমিকার অভাব কখনও হয়নি। সলমনের মন জুড়ে ছিল ক্যাটরিনা কাইফ থেকে ঐশ্বর্যা রাই বচ্চন সবাই। বিয়ের বিষয়ে সলমন বিতর্কিত উত্তর দেন। 'দশ কা দম' রিয়ালিটি শোয়ে হাজির ছিলেন কঙ্গনা ও সলমন। সেখানে এক জ্যোতিষীও ছিলেন। কঙ্গনা সেই জ্যোতিষীকে ভবিষ্যৎবাণী করতে বলেন সলমনের বিয়ের ব্যাপারে

সলমন খানের বয়স ৫৭। তিনি এখনও অবিবাহিত। সলমনের জীবনে প্রেমিকার অভাব কখনও হয়নি। সলমনের মন জুড়ে ছিল ক্যাটরিনা কাইফ থেকে ঐশ্বর্যা রাই বচ্চন সবাই। বিয়ের বিষয়ে সলমন বিতর্কিত উত্তর দেন। ‘দশ কা দম’ রিয়ালিটি শোয়ে হাজির ছিলেন কঙ্গনা ও সলমন। সেখানে এক জ্যোতিষীও ছিলেন। কঙ্গনা সেই জ্যোতিষীকে ভবিষ্যৎবাণী করতে বলেন সলমনের বিয়ের ব্যাপারে। জ্যোতিষী জানান, সলমনের বিয়ে হবে ৪৯ বছরে। তিনি আরও জানান, সলমনের হবু স্ত্রী সিনেমা জগতের কেউ হবেন না। সেই সময় সলমন জানান, তাঁর স্ত্রী সিনেমা জগতের হলেও তিনি অভিনয় করতে দেবেন না। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সলমন আগেও অনেক বিতর্কে জড়িয়েছেন। একবার অভিযোগ উঠেছিল প্রেমিকাকে মারধর করেছেন সলমন। সলমনকে বিয়ের প্রস্তাব দেন বিদেশের এক সাংবাদিক। কিন্তু সেই প্রস্তাব সলমন নাকচ করেন। মজা করে সলমন তাঁকে বলেন, তাঁর বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। সলমন আরও জানান, কিছু দিন আগে এই প্রস্তাব এলে তিনি হয়তো ভেবে দেখতেন।