Sanchar Saathi: প্রতারণা-চুরি ঠেকাতে ‘সঞ্চার সাথী’ অ্যাপ প্রি ইনস্টলের নির্দেশ, বিরোধীতায় কংগ্রেস!
Pre-Installation of Sanchar Saathi: কেন্দ্র এই নির্দেশ বাস্তবায়িত করার জন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোকে ৯০ দিনের একটা আল্টিমেটাম দিয়েছে। এটাও জানানো হয়েছে পুরনো যে সব ডিভাইস রয়েছে, সেখানে সফটওয়্যার আপডেটের মাধ্যমে আই অ্যাপ ইনস্টল করে দেওয়া হবে।
নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তার ফলে এবার থেকে দেশে বিক্রি হওয়া সব স্মার্টফোনে বাধ্যতামূলক ভাবে ইনস্টল করা থাকবে ‘সঞ্চার সাথী’ অ্যাপ। প্রতারণা বা চুরি ঠেকাতেই এই অ্যাপ প্রি ইনস্টল করতে মোবাইল কোম্পানিগুলিকে নির্দেশ কেন্দ্রের।
কেন্দ্র এই নির্দেশ বাস্তবায়িত করার জন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোকে ৯০ দিনের একটা আল্টিমেটাম দিয়েছে। এটাও জানানো হয়েছে পুরনো যে সব ডিভাইস রয়েছে, সেখানে সফটওয়্যার আপডেটের মাধ্যমে আই অ্যাপ ইনস্টল করে দেওয়া হবে।
‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টলের বিষয়ে নির্দেশিকায় সংসদে বিতর্কের ঝড়। এর মাধ্যমে নাকি মানুষের ব্যক্তিগত পরিসরে নাকি নজরদারি চালাতে পারবে কেন্দ্র, দাবি করছে কংগ্রেস।
Published on: Dec 03, 2025 11:32 AM
Latest Videos

