Savings Scheme: ৫০ বছরে সর্বনিম্ন সঞ্চয় ভারতীয়দের

Savings Scheme: ৫০ বছরে সর্বনিম্ন সঞ্চয় ভারতীয়দের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 15, 2023 | 6:36 PM

সঞ্চয় কমছে ভারতীয়দের এমনই কথা বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৫০ বছরের নিরিখে ২০২৩এ ভারতীয়দের সঞ্চয় সবচেয়ে কম। বাড়ছে ঋণের পরিমাণ। সরকারি চাকুরের ভরসা পেনশন। কিন্তু বেসরকারি ক্ষেত্রে চাকুরেদের একমাত্র ভরসা সঞ্চয়।

সঞ্চয় কমছে ভারতীয়দের এমনই কথা বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত ৫০ বছরের নিরিখে ২০২৩এ ভারতীয়দের সঞ্চয় সবচেয়ে কম। বাড়ছে ঋণের পরিমাণ। সরকারি চাকুরের ভরসা পেনশন। কিন্তু বেসরকারি ক্ষেত্রে চাকুরেদের একমাত্র ভরসা সঞ্চয়।

সেই সঞ্চয়ের পরিমাণই তলানিতে। ২০৩২ মে থেকে রেপো রেট বাড়ার প্রভাব পড়েছে সঞ্চয় এবং ঋণের সুদের ওপরে। প্রথাগত সঞ্চয়ের পরিবর্তে শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করছেন ভারতীয়রা। এসআইপিতেও লগ্নি করছেন। ভারতীয়দের ঋণের বোঝা জিডিপির ৩৭.৩ %। সঞ্চয় জিডিপির ৫.১%। ঋণ বেড়েছে জিডিপির ৫.৮%।

ঋণ নিয়ে বিভিন্ন ভোগ্য পণ্য কেনায় ইএমআই নির্ভর জীবনে এখন ভারতীয়রা। সঞ্চয় না করে ঋণ নিয়ে গাড়ি বাড়ি কেনাকে লগ্নি হিসেবে ভাবছে ভারতীয়রা। অর্থনীতিবিদরা এই ট্রেন্ডে সিঁদুরে মেঘ দেখছেন।