New Ocean Discovered: পৃথিবীর বুকে খোঁজ মিলল নতুন মহাসাগরের…
New Ocean: বিজ্ঞানীরা প্রায় আবিষ্কার করছেন বিভিন্ন জায়গা। অনেক সময় দেখা যায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নতুন মহাসাগর। পৃথিবীর ৭০% জায়গা জল দিয়ে আবৃত।
বিজ্ঞানীরা প্রায় আবিষ্কার করছেন বিভিন্ন জায়গা। অনেক সময় দেখা যায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নতুন মহাসাগর। পৃথিবীর ৭০% জায়গা জল দিয়ে আবৃত। সেই জলের মধ্যে সমুদ্র আছে ৯৬.৫%। বিজ্ঞানীরা নিশ্চিত না পৃথিবীতে ঠিক কতগুলো সাগর আছে। পৃথিবীর অনেকটা জায়গা জুড়ে আছে মহাসাগর। সেই মহাসাগর আছে পৃথিবীর ৭১% জুড়ে। সেই মহাসাগরের আয়তন হবে প্রায় ৩৬০ মিলিয়ন বর্গ কিলোমিটার। পৃথিবীতে আছে ৫টি মহাসাগর। মহাসাগরগুলি হল প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিক মহাসাগর,আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। বিজ্ঞানীরা নতুন করে খুঁজে পেয়েছেন দক্ষিণ মহাসাগর। এখনও চলছে গবেষণা দক্ষিণ মহাসাগরকে কেন্দ্র করে। বৃষ্টির সঙ্গে সম্পর্ক আছে মহাসাগরের। মহাসাগর যত বাড়বে, সেইভাবে বৃষ্টিও বাড়বে। পৃথিবীতে জলের স্তর রোজ রোজ বেড়ে গেলে, সমস্যা বাড়বে। ধেয়ে আসবে বিরাট বিপর্যয়।
Latest Videos