Minus Zero Pod: দেশের প্রথম চালকবিহীন গাড়ি!
Minus Zero Pod: দেMinus Zero একটি সুন্দর গাড়ি এনেছে। এই গাড়িটি ইলেকট্রিকের। এই গাড়ি চালানোর জন্য লাগবে না কোনও ড্রাইভার। নিজে থেকেই চলবে এই গাড়ি। এই ইলেকট্রিক গাড়িটির নাম zPod।
Minus Zero একটি সুন্দর গাড়ি এনেছে। এই গাড়িটি ইলেকট্রিকের। এই গাড়ি চালানোর জন্য লাগবে না কোনও ড্রাইভার। নিজে থেকেই চলবে এই গাড়ি। এই ইলেকট্রিক গাড়িটির নাম zPod। এই গাড়িতে নেই স্টিয়ারিং হুইল। zPod গাড়িতে ব্যবহার করা হয়েছে একটি নেটওয়ার্ক। এই গাড়িতে আছে হাই-রেজ়োলিউশন ক্যামেরা। এই ক্যামেরাগুলোর মাধ্যমে সেন্সর সিস্টেম কাজ করে। গাড়ির ক্যামেরাগুলি রিয়্যাল-টাইম ছবি তোলে।
তারপর AI সিস্টেমে এই ছবিগুলো পাঠানো হয়। AI সাহায্য করে ন্যাভিগেশন, গতি নিয়ন্ত্রণের কাজগুলো। এই গাড়ি এখনও রাস্তায় চালানোর অনুমতি মেলেনি। এই গাড়ি চালানো যেতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাস বা টেক পার্কে। Minus Zero সংস্থাটি প্রতিষ্ঠা করেছেন গগনদীপ রিহাল এবং গুরসিমরন কালরা। গগনদীপ রিহাল জানান তাঁরা গাড়ি তৈরি করেন না। তাঁরা তৈরি করেছেন একটা প্রোটোটাইপ। এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র শোকেস করার জন্য।