Fathers’ Day 2023: বাবা তাঁদের কাছে জীবন্ত দেবতা…
Gariahat: সন্তানকে আপনি বাবা হিসাবে সেরা কী উপহার দিতে পারেন? এই ভদ্রলোক চার সন্তানের পিতা। স্বপ্ন দেখেছিলেন এই বাবা। পরশুরাম সাউ। এই দোকান থেকেই, যেখানে রুপোলি তবক দেওয়া পান গুলো সুন্দর গন্ধ ছড়াচ্ছে।
সন্তানকে আপনি বাবা হিসাবে সেরা কী উপহার দিতে পারেন? এই ভদ্রলোক চার সন্তানের পিতা। স্বপ্ন দেখেছিলেন এই বাবা। পরশুরাম সাউ। এই দোকান থেকেই, যেখানে রুপোলি তবক দেওয়া পান গুলো সুন্দর গন্ধ ছড়াচ্ছে। সাফল্যের সৌরভে মম করছে পরশুরামের পিতৃ হৃদয়। তাঁর সন্তানরা এক একটি রত্ন। একছেলে ডাক্তার, আর এক ছেলে বিজ্ঞানী। মেয়েও সফল। কস্ট অ্যাকাউনট্যান্ট । পরশুরামবাবুর বড় ছেলে অভিষেকের ইচ্ছে ছিল ডাক্তারির পাশাপাশি দেশ সেবার। তাই কলকাতার নীল রতন সরকার মেডিক্যাল কলেজে না ভর্তি হয়ে অভিষেক ভর্তি হন পুনের আর্মড ফোর্স মেডিক্যাল কলেজে। নিজে ক্লাস সেভেন পর্যন্ত পড়ে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরিবারের পাশে দাঁড়াতে পানের দোকানে বসতে হয় বালক পরশুরামকে। তাই ইচ্ছে ছিল ছেলে মেয়েদের ভালভাবে মানুষ করবেন। দেবেন সুশিক্ষা। পাশে পান কিছু অপরিচিত মানুষকে যারা পরবর্তীকালে হয়ে ওঠেন এই মানুষটির বন্ধু। তাঁরা পড়িয়েছেন পরশুরামের ছেলে মেয়েদের। ছেলেরা আজ সাফল্যের সিঁড়িতে পা দিয়েছে। বাবা তাঁদের কাছে জীবন্ত দেবতা।