WB Panchayat Elections 2023: পরিষেবা নেই, নামেই 'সুস্বাস্থ্য' কেন্দ্র

WB Panchayat Elections 2023: পরিষেবা নেই, নামেই ‘সুস্বাস্থ্য’ কেন্দ্র

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 8:00 PM

WB Panchayat Elections 2023: হাওড়ার পাঁচলার দেউলপুর। অচিন্ত্য শিউলির গ্রাম। কমনওয়েলথ গেমসে পদক জয়ী অচিন্ত্য শিউলির পাড়া এটা। অচিন্ত্যর পাড়াতেই এই স্বাস্থ্যকেন্দ্র। কি অবস্থা দেখুন!

হাওড়ার পাঁচলার দেউলপুর। অচিন্ত্য শিউলির গ্রাম। কমনওয়েলথ গেমসে পদক জয়ী অচিন্ত্য শিউলির পাড়া এটা। অচিন্ত্যর পাড়াতেই এই স্বাস্থ্যকেন্দ্র। কি অবস্থা দেখুন!

অচিন্ত্যর কাকা পাঁচু শিউলি। বলছেন কি দশা গ্রামীণ এই হাসপাতালের। ভগ্নপ্রায়, এলাকাবাসীর অভিযোগ বেহাল স্বাস্থ্য প্রিকাঠাম এই সুস্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ আরও আছে। ডাক্তারবাবুরা নাকি রোগীদের ছুঁয়েও দেখেন না? জানলার ভিতর থেকে ওষুধ দেন ছুঁড়ে! এক সময়ে চালু ছিল প্রসূতি বিভাগ কিন্তু এখন নেই কোনও পরিকাঠামো। প্রত্যন্ত এই গ্রামাঞ্চলে এটিই একমাত্র হাসপাতাল। কোনও প্রসূতি মহিলার হঠাৎ সমস্যা হলে কি ডেলিভারি করানো সম্ভব এখানে? উত্তর – না। ঘটা করে উদ্বোধন হয়েছিল। বলা হয়েছিল ২৪ ঘণ্টা চালু থাকবে এই সুস্বাস্থ্য কেন্দ্র। এলাকাবাসীর অভিযোগ এই সুস্বাস্থ্য কেন্দ্রের বাইরের ফলকে জ্বলজ্বল করছে যে নামগুলো তাঁরা কেউই নাকি আসেননি এখানে। সুস্বাস্থ্য কেন্দ্র সঠিক ভাবে চালুর দাবিতে অনশনও করেছেন গ্রামবাসী। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রামীণ এলাকায় বর্ষায় সাপের কামড় একটি বড় সমস্যা। এখানে পাওয়া যায় কি সেই সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা? অথচ গ্রামীণ এই স্বাস্থ্য পরিকাঠামো গুলো সচল থাকলে চাপ বাড়ত না শহরের সরকারি হাসপাতালগুলোতে।