Chinese Nuclear Arsenals: পরমাণু অস্ত্র বাড়াচ্ছে চিন!
Chinese Nuclear Arsenals: ৩০ বছর ধরে বিশ্বের শক্তিশালী দেশগুলি পরমাণু অস্ত্রের পরিমাণ কমাচ্ছিল। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর, আবার বেড়েছে পরমাণু অস্ত্রের সংখ্যা। শক্তিশালী দেশগুলি বেশি করে তৈরি করছে পরমাণু অস্ত্র।
৩০ বছর ধরে বিশ্বের শক্তিশালী দেশগুলি পরমাণু অস্ত্রের পরিমাণ কমাচ্ছিল। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর, আবার বেড়েছে পরমাণু অস্ত্রের সংখ্যা। শক্তিশালী দেশগুলি বেশি করে তৈরি করছে পরমাণু অস্ত্র। বিশ্বে এর আগে কোন দেশকে এত পরমাণু অস্ত্র জমা করতে দেখা যায়নি। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ভাঙনের জন্যই তৈরি হয়েছে যুদ্ধের সম্ভাবনা। কোন দেশের কাছে কত পরমাণু অস্ত্র আছে, সেই ব্যপারে কেউ জানাচ্ছে না সঠিক তথ্য। কিন্তু চিনের কাছে আছে সবথেকে বেশি পরমাণু অস্ত্র। সারা দেশে পরমাণু অস্ত্র আছে প্রায় ১২,৫১২টি । নতুন পরমাণু অস্ত্র আছে ৮৬টি। সামরিক বাহিনীগুলির কাছে আছে ৯,৭৫৬টি পরমাণু অস্ত্র আছে।
যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে দিয়ে ৩,৮৪৪টি পরমাণু অস্ত্র প্রয়োগ করতে হয় । গত বছরের থেকে পরমাণু অস্ত্র বেড়েছে ১১২টি। মোট পরমাণু অস্ত্রাগারের ৯০% আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ও রাশিয়ার হাতে। মস্কোর কাছে ৪,৪৮৯টি পরমাণু অস্ত্র আছে। আমেরিকা কাছে ৩,৭০৮টি পরমাণু অস্ত্র আছে। ১ বছরে ৮৬টি নতুন পরমাণু অস্ত্রের মধ্যে চিনের আছে ৬০টি। গত বছরের থেকে বেজিং-এর কাছে পরমাণু অস্ত্র বেড়েছে ৬০টি। ভারত এক বছরের মধ্যে পরমাণু অস্ত্র বাড়িয়েছে ৪টি । পাকিস্তান এক বছরের মধ্যে পরমাণু অস্ত্র বাড়িয়েছে ৫টি।